Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

‘অনেক হয়েছে, কঠোর হতেই হবে’, পাকিস্তান ক্রিকেট নিয়ে ওয়াসিম

pakistan-75
[publishpress_authors_box]

ভারতীয় স্পিনার হরভজন সিং বলেছিলেন, ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে এখন ‘ওভারহাইপ’ হয়। দেশটির আরেক সাবেক সঞ্জয় মাঞ্জেরেকারের মতে, ভারতের ধারেকাছেও নেই পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান মহারণের আগে তাদের বলা কথাগুলো স্পষ্ট হয়ে ধরা দিল দুবাইয়ের ম্যাচে। ভারতের সামনে পাত্তাই পায়নি পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে বাজেভাবে হেরে যাওয়ায় ভীষণ খেপেছেন ওয়াসিম আকরাম। এই কিংবদন্তি পেসার দলে বড় পরিবর্তনের ডাক দিয়েছেন।

রবিবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শেষ ওভারে অলআউট হওয়ার আগে পাকিস্তান করতে পারে ২৪১ রান। এই লক্ষ্য বিরাট কোহলির অপরাজিত সেঞ্চুরিতে ৪৫ বল আগে টপকে যায় ভারত। রোহিত শর্মাদের ৬ উইকেটের সহজ জয়ে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায়ের দুয়ারে দাঁড়িয়ে পাকিস্তান।

মোহাম্মদ রিজওয়ানরা টানা দুই ম্যাচে হেরেছে। দুই ম্যাচেই হেরেছে বাজেভাবে। বিশেষ করে, ভারতের বিপক্ষে হারে বেশি ক্ষত হয়েছে পাকিস্তানিদের মনে। দেশটির সাবেক পেসার ওয়াসিম বর্তমান দলটিতে ইতিবাচক কিছুই খুঁজে পাচ্ছেন না। এক টিভি অনুষ্ঠানে রিজওয়ানদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি। ওয়াসিম বলেছেন, “অনেক হয়েছে। এখন কঠোর পদক্ষেপ নিতেই হবে। আমরা সাদা-বলের এই যুগে খেলছি সেকেলে ক্রিকেট।”

পাকিস্তান দলে বড় পরিবর্তনের চাইছেন ওয়াসিম। তরুণ ও ভয়ডরহীন খেলোয়াড়দের নিয়ে দল সাজানোর পক্ষে তিনি। সেজন্য যদি কিছু সময়ের জন্য পাকিস্তান হারের বৃত্তে আটকে যায়, তাতেও আপত্তি নেই কিংবদন্তি পেসারের, “আপনার যদি পাঁচ-ছয়টি জায়গায় পরিবর্তন করতে হয়, করুন। আপনি হয়তো ছয় মাস হারবেন, তাতে সমস্যা নেই। কিন্তু এখন থেকেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গঠন করতে হবে।”

পাকিস্তানের বোলিং আক্রমণকেও ধুয়ে দিয়েছেন ওয়াসিম, “গত পাঁচ ওয়ানডেতে পাকিস্তানের বোলাররা ২৪ উইকেট নিয়েছে ৬০ গড়ে। অর্থাৎ, ৬০ রান খরচ করে পেয়েছে একটি উইকেট।” এ বছর ওয়ানডে খেলেছে ১৪ দল, যার মধ্যে ওমান ও যুক্তরাষ্ট্র রয়েছে। এই দলগুলোর মধ্যে বোলিং গড়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে পাকিস্তান!

চ্যাম্পিয়নস ট্রফির দল নিয়ে ভীষণ ক্ষীপ্ত ওয়াসিম। এজন্য অধিনায়ক রিজওয়ানকেও ধুয়ে দিয়েছেন সাবেক পেসার, “চেয়ারম্যান স্যার (পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি), অধিনায়ক, নির্বাচক ও কোচকে ডাকুন। তাদের জিজ্ঞেস করুন কী ধরনের দল তারা নির্বাচন করেছেন। এখানে অধিনায়ককেও দোষ দিতে হবে। সে দলের নেতা। কী ধরনের ম্যাচ-উইনার খেলোয়াড় প্রয়োজন, যদি সে না জানে, সেটা তো লজ্জাজনক ব্যাপার।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত