Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

‘এভাবে চলতে থাকলে জিম্বাবুয়ের পথে হাঁটবে বাংলাদেশ’

বিসিবিরই সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ ধুয়ে দিয়েছেন শান্তদের।
বিসিবিরই সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ ধুয়ে দিয়েছেন শান্তদের।
[publishpress_authors_box]

২০১৭ সালে সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। আর চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবার বাংলাদেশের স্বপ্ন ছিল শিরোপা জেতা। পাকিস্তানও চাইছিল ঘরের মাঠের টুর্নামেন্টে ট্রফিটা ধরে রাখতে। কিন্তু দুটি দলই বাদ পড়েছে গ্রুপ পর্ব থেকে।

এই ব্যর্থতার কারণ বিশ্লেষণ করেছেন বিসিবিরই সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। এই পাকিস্তানি ফেইসবুকে দেওয়া এক পোস্টে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে লিখেছেন, ‘‘বাংলাদেশ ও পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির সাধারণ সমস্যা একদম এক! শুরু থেকে দুর্বল দল নির্বাচন, চরম অব্যবস্থাপনা, মেধার অবমূল্যায়ন, জবাবদিহির অভাব। যারা সিদ্ধান্ত নিচ্ছেন, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তারা কারও কাছে দায়বদ্ধ নন। এভাবে চলতে থাকলে বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই জিম্বাবুয়ের পথে হাঁটবে!’’

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ নিজেদের সেরা ছন্দে নেই। ‘ক্রিকবাজ’-এ ম্যাচ শেষ এই দুজনের সমালোচনা করে ভারতীয় সাবেক উইকেটরক্ষক দীনেশ কার্তিক বললেন, ‘‘আমি ভেবেছিলাম মুশফিক-মাহমুদউল্লাহ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পরই অবসর নিয়ে ফেলবে। কিন্তু তারা আমাকে বিস্মিত করেছে, আমি আসলেই এখনও তাদের দেখে বড় ধাক্কা খেয়েছি। তারা ১৬-১৭ বছর একসঙ্গে খেলছে, কিন্তু দেশের জন্য কিছুই জিততে পারেনি। যদি আপনি বলতেই থাকেন যে, তাদের কোনো রিপ্লেসমেন্ট নেই এবং বারবার ব্যর্থ হওয়া ক্রিকেটাররাই খেলে যাক, তাহলে জুনিয়র ক্রিকেটারদের হৃদয় ভাঙা ছাড়া কিছু হবে না।’’

বাংলাদেশের সমালোচনা করেছেন দীনেশ কার্তিক।

বাংলাদেশের পরিকল্পনার সমালোচনা করে কার্তিক বলেছেন, ‘‘যখন নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সফরে যায়, তারা র‌্যাঙ্ক-টার্নার উইকেট বানিয়ে সিরিজ জিতে। এরপর বিদেশে খেলতে গেলে তাদের অনেক সংগ্রাম করতে হয়। ভারতের পর বাংলাদেশেরই একমাত্র ক্রিকেট বোর্ড আছে, যারা ঋণমুক্ত। তাদের কোনো অর্থনৈতিক সমস্যা নেই যে অজুহাত দেবে। তাদের সাফল্য না পাওয়া অগ্রহণযোগ্য। অথচ তাদের লক্ষ্যই থাকে সীমিত ফর‌ম্যাটের  ক্রিকেটে ভালো করা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত