Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

তবে কি ৩৭ বছরের সংসার ভাঙল গোবিন্দ-আহুজা জুটির

govinda-sunita-divorce
[publishpress_authors_box]

সংবাদ মাধ্যমগুলো জোর দিয়ে বিবাহ বিচ্ছেদের খবর প্রকাশ করলেও শেষ পর্যন্ত বলিউড সুপারস্টার গোবিন্দ এবং তার স্ত্রী সুনিতা আহুজার ৩৭ বছরের সংসার ভাঙছে কিনা সেটি ধোঁয়াশার মধ্যেই রয়েছে।  

মঙ্গলবার সকালে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম জানায়, গোবিন্দ-আহুজার ক্রমাগত দ্বন্দ্ব এবং জীবনযাত্রার পছন্দের ভিন্নতায় তাদের সংসার ভেঙে যাচ্ছে।

জুমটিভির একটি প্রতিবেদনে ৩০ বছর বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে গোবিন্দের সঙ্গে ঘনিষ্ঠতার কথাও এসেছে, যা বিবাহ বিচ্ছেদের গুঞ্জনকে আরও উস্কে দেয়। তবে, গোবিন্দ বা সুনিতা কেউই প্রকাশ্যে এই দাবির জবাব দেননি।

আবার বেশকিছু প্রতিবেদনে বলা হয়, গোবিন্দ সংসার ঠিকঠাক করতে চাইলেও সুনিতা তার বিচ্ছেদের সিদ্ধান্তে অটল রয়েছেন। গোবিন্দের বিবাহ বিচ্ছেদের জল্পনা-কল্পনার মধ্যে ভক্তরা অধীর আগ্রহে এই দম্পতির অবস্থা সম্পর্কে আনুষ্ঠানিক নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছেন।

সাংবাদিক ভিকি লালওয়ানির একটি প্রতিবেদন অনুসারে, সুনিতা আহুজা বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্তে অটল রয়েছেন, অন্যদিকে গোবিন্দ এখনও দ্বিতীয় সুযোগের আশা করছেন।

সাংবাদিকের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে গোবিন্দ সুনিতার অটল অবস্থানে দারুণ বিরক্ত। এই অভিনেতা বারবার তাদের সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করেছেন। প্রতিবেদনে বলা হয়, এই দম্পতি বেশ কয়েক মাস ধরে আলাদা থাকছেন, এমনকি সুনিতা নিশ্চিত করেন যে, তিনি এখন গোবিন্দকে ছাড়াই তার জন্মদিন উদযাপন করছেন।

গোবিন্দের বিবাহবিচ্ছেদের জল্পনা-কল্পনার মধ্যে, তৃতীয় পক্ষের জড়িত থাকার কোনও সুনির্দিষ্ট প্রমাণ এখনও পাওয়া যায়নি। যদিও গুজব অব্যাহত রয়েছে।

এদিকে, বিনোদন পত্রিকা ইটাইমসের একটি প্রতিবেদনেও গোবিন্দ-আহুজার সংসারে সংকটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে গোবিন্দের ম্যানেজার বলেন, “পরিবারের কিছু সদস্যের কিছু বক্তব্যের কারণে এই দম্পতির মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এর বাইরে আর কিছু নেই। গোবিন্দ সামনে একটি চলচ্চিত্র শুরু করতে যাচ্ছেন, যার জন্য শিল্পীরা আমাদের অফিসে আসছেন। আমরা এটি সমাধানের চেষ্টা করছি।”

একই প্রতিবেদনে আরও দাবি করা হয়, সুনিতা কিছুদিন আগে গোবিন্দকে আইনি বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছিলেন। তবে, বিষয়টি নিয়ে আর কোনও অগ্রগতি হয়নি।

বিবাহ বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করতে ভারতীয় সংবাদ মাধ্যম এই দুই জুটির ঘনিষ্ঠ পারিবারিক সদস্যদের সঙ্গেও যোগাযোগ করেছিল।

তাদের ভাগ্নে কৌতুক অভিনেতা কৃষ্ণ অভিষেক সবকিছু উড়িয়ে দিয়ে বলেন, “এটা সম্ভব নয়। তারা বিবাহবিচ্ছেদে যাবেন না।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত