কিং আবদুলআজিজ স্টেডিয়ামে আল ওয়েহদা–আল নাসর ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত ১০টায়। কিন্তু ক্রিস্তিয়ানো রোনালদোদের টিম বাস মাঠে পৌঁছায় ১০টা ৯ মিনিটে! কারণ রাস্তায় দুর্ঘটনার শিকার হয়েছিল তাদের বাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চলন্ত বাসটির সামনের অংশ রাস্তার সঙ্গে আটকে গেছে। এতে বাসের সামান্য ক্ষতি হলেও রোনালদো, সাদিও মানেরা অক্ষত ছিলেন।
The moment the team bus had the minor accident!pic.twitter.com/EBkIWtVPjv
— Al Nassr Zone (@TheNassrZone) April 2, 2024
বাস দেরিতে মাঠে পৌঁছানোয় খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ১১টায়। আর ২-০ গোলে জেতা ম্যাচটা নিজের করে নেন রোনালদো। ৪৮ মিনিটে পর্তুগিজ মহাতারকার অসাধারণ হেডে এগিয়ে যায় আল নাসর। এটি তার ক্যারিয়ারের ৯২৫তম গোল ও সৌদি প্রো লিগের এবারের মৌসুমে ১৭তম গোল।
ম্যাচের ৯৯তম মিনিটে পেনাল্টি আদায় করেছিলেন রোনালদো। তার শট হাতে লেগেছিল এক ডিফেন্ডারের। কিন্তু নিজে পেনাল্টি না নিয়ে ‘উপহার’ দেন সাদিও মানেকে। কারণ টানা ৯ ম্যাচ গোল খরায় ভুগছিলেন মানে। এই উপহার পেয়ে নিজের গোলের তালাটা খুলেন মানে, গোলটা উৎসর্গ করেন রোনালদোকে।
ম্যাচ শেষে দেরিতে মাঠে পৌঁছানোয় ক্ষমা চেয়ে নেন রোনালদো, ‘‘দেরিতে আসায় আমি আল নাসরের হয়ে ক্ষমা চাচ্ছি, এমনটা হওয়া উচিত নয়। তিন ঘণ্টার যাত্রাপথে বাজে ট্রাফিকে আটকে পড়েছিলাম। আশা করছি এমন কিছু আর ঘটবে না।’’
এই জয়ে ২২ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে আল নাসর। এক ম্যাচ কম খেলা আল ইত্তিহাদ ৫৫ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে।