Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ, শান্তরা পেয়েছেন ৩ কোটি টাকা

p2
[publishpress_authors_box]

বৃষ্টিতে পণ্ড হয়েছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। রাওয়ালপিন্ডির একই ভেন্যুতে আগামীকাল (বৃহস্পতিবার) মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। তবে বৃষ্টিতে পণ্ড হতে পারে নাজমুল হোসেন শান্ত-মোহাম্মদ রিজওয়ানদের ম্যাচও।

অ্যাকুওয়েদার অনুযায়ী, ম্যাচের দিনে বৃষ্টির শঙ্কা ৭৫ শতাংশ। বিবিসি ওয়েদার বলছে প্রায় একই কথা। ম্যাচ শুরুর সময় বৃষ্টির শঙ্কা ৬৪ শতাংশ, যা পরে বাড়তে পারে ৭০ শতাংশ পর্যন্ত। শঙ্কা সত্যি হলে পণ্ড হতে পারে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ।

চ্যাম্পিয়নস ট্রফিতে বৃষ্টির কবলে ম্যাচ পণ্ড হওয়ার শঙ্কা আছে আরও। অ্যাকুওয়েদার অনুযায়ী ৮ ফেব্রুয়ারি লাহোরো আফগানিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টির শঙ্কা আছে সর্বোচ্চ ৮৫ শতাংশ।

এদিকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়লেও মোটা অঙ্কের আয় হয়েছে বিসিবির। প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে ১ লাখ ২৫ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৩৭ টাকা। সপ্তম ও অষ্টম হওয়া দল প্রাইজমানি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার, বা প্রায় ১ কোটি ৬৯ লাখ ১৫ হাজার ৪০১ টাকা।

নাজমুল হোসেন শান্তরা এরই মধ্যে নিশ্চিত করেছেন ৩ কোটি ২০ লাখ টাকার মতো।

নাজমুল হোসেন শান্তরা এরই মধ্যে নিশ্চিত করেছেন ৩ কোটি ২০ লাখ টাকার মতো। সেটা বাড়তে পারে আরও। পাকিস্তানকে হারালে জয়ের জন্য প্রাইজমানি হিসেবে বাংলাদেশ পাবে ৩৪ হাজার ডলার, বা প্রায় ৪১ লাখ ৮ হাজার ২৬ টাকা।

এবারের চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার, বা প্রায় ২৭ কোটি ৬ লাখ ৪৬ হাজার ৪২৪ টাকা। আর রানার্সআপ দল পাবে ১১ লাখ ২০ হাজার ডলার, বা প্রায় ১৩ কোটি ৫৩ লাখ ২১২ টাকা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত