পাওয়ার প্লেতে নেই ৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির বাঁচা-মরার ম্যাচে যাচ্ছেতাই শুরু হয়েছিল আফগানিস্তানের। সেই ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে তুললেন ইব্রাহিম জাদরান। এই তরুণ ওপেনারের ইতিহাস গড়া সেঞ্চুরিতে আফগানিস্তান পেল ৭ উইকেটে ৩২৫ রানের পুঁজি।
২২ ফেব্রুয়ারি লাহোরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট। চ্যাম্পিয়নস ট্রফিতে সর্বোচ্চ রানের ইনিংস ছিল এটা। সেই রেকর্ডটা ইব্রাহিম জাদরান ভাঙলেন এক সপ্তাহ না যেতেই।
২৩ বছর বয়সী ইব্রাহিম জাদরান ওয়ানডে খেলেছেন ৩৫টি। তাতে সেঞ্চুরি ৬ আর ফিফটি আছে ৭টি। সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৬২, সেটা পেছনে ফেললেন আজ (বুধবার) লাহোরে। তিনি খেলেছেন ১৪৬ বলে ১২ বাউন্ডারি ৬ ছক্কায় ১৭৭ রানের ইনিংস।
শুরুতে আফগানিস্তান পড়েছিল জোফ্রা আরচারের তোপে। রহমানউল্লাহ গুরবাজ (৪ রান), সাদিকুল্লাহ অতল (৪) আর রহমত শাহকে (৪) ফেরান এই পেসার। আফগানিস্তান ধাক্কাটা কাটায় ইব্রাহিম ও অধিনায়ক হাসমতউল্লাহ শহীদির চতুর্থ উইকেটে ১০৩ রানের জুটিতে। ৬৭ বলে ৪০ রান করা শহীদিকে বোল্ড করে জুটিটা ভাঙেন আদিল রশিদ।
আজমতউল্লাহ ওমরজাই ৩১ বলে ৪১ করে বাড়ান রানের গতি। শেষ দিকে মোহাম্মদ নবিও খেলেন ২৪ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস। লিয়াম লিভিংস্টোনের করা ৫০তম ওভারের প্রথম বলে তুলে মারতে গিয়ে ক্যাচ দেস আরচারকে। ততক্ষণে হয়ে গেছে রেকর্ড গড়া ১৭৭ রানের ইনিংস।