চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। শ্বাসরুদ্ধকর ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যাওয়ার সেমিফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের। ওয়ানডে ফরম্যাটের টানা দুটি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলতে না পারায় দায় অধিনায়ক জস বাটলারের কাঁধে চাপছে বেশি। বিশেষ করে আফগানদের কাছে হারের পর ভবিষ্যৎ নিয়ে ভাবনা শুরু করে দিয়েছেন ইংলিশ অধিনায়ক।
বুধবার আফগানিস্তানের কাছে ৮ রানে হেরেছে ইংল্যান্ড। এর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিল তারা। দলের এই অবস্থায় ইংলিশ অধিনায়ক বাটলার স্বীকার করছেন, সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের নেতৃত্বের বিষয়টি সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। তিনি এ-ও জানিয়েছেন, ইংল্যান্ডের সীমিত ওভারের নেতৃত্ব পর্যালোচনা করা হবে।
২০১৯ সালে এউইন মরগানের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তার অবসরের পর সাদা বলে ইংল্যান্ডের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয় বাটলারের। তার নেতৃত্বে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল ইংল্যান্ড। সেখানেও সেমিফাইনাল খেলতে পারেনি দলটি। টানা দ্বিতীয়বার ওয়ানডে ফরম্যাটের টুর্নামেন্টে ভরাডুবির পর নেতৃত্ব নিয়ে ভাবছেন বাটলার।
সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি এখনও নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যক্তি? উত্তরে বাটলার বলেছেন, “ফলাফল যেখানে থাকা উচিত আমরা সেখানে নেই। ব্যক্তিগতভাবে আমার সব সম্ভাবনা বিবেচনা করা উচিত।”
সঙ্গে যোগ করেছেন, “দল হিসেবে সাদা বলের ফরম্যাটে ইংল্যান্ড ক্রিকেটের যেখানে থাকা উচিত, সেখানে ফিরিয়ে আনতে হবে। আমার মনে হয় আমাকে ব্যক্তিগতভাবে কাজ করতে হবে, বের করতে হবে আমি কি সমস্যার অংশ নাকি সমাধানের অংশ?”
বাটলার নিশ্চিত করেছেন, তিনি সামনের দিনগুলোতে অধিনায়ক হিসেবে তার ভবিষ্যৎ বিবেচনা করবেন। হঠাৎ করে আবেগে কোনও সিদ্ধান্ত নিতে চান না তিনি। নেতৃত্ব যদি ছাড়েন কিংবা না ছাড়েন, যাই করবেন সময় নিয়ে ভেবেচিন্তে এরপর চূড়ান্ত সিদ্ধান্তে আসবেন বলে জানিয়েছেন বাটলার।
ইংল্যান্ড অধিনায়কের ভাষায়, “(আমি) ব্যক্তিগতভাবে যা সঠিক মনে করি তা ঠিক করার জন্য একটু সময় নেব। এই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে কোনও সিদ্ধান্ত আমি নেব না।”