Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

ভুল থেকে শেখার কথা জানালেন শান্ত-রিজওয়ান

pppp
[publishpress_authors_box]

চ্যাম্পিয়নস ট্রফিটা ভুলে ভরা ছিল বাংলাদেশ, পাকিস্তান দুই দলেরই। ভুল পরিকল্পনা, ভুল খেলোয়াড় নির্বাচন তো ছিলই, সঙ্গে ছিল ভুল মানসিকতায় ওয়ানডে খেলাও। ওয়ানডেতে যেখানে ৩৫০ রানও নিরাপদ নয় সেখানে বাংলাদেশ-পাকিস্তান ’৯০ দশকের মত পড়ে আছে ২৫০ রানেই!

এর মাশুল দিয়ে দুই দল বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ-পাকিস্তানের শেষ ম্যাচটা পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। এরপর দুই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ রিজওয়ান মেনে নিলেন নিজেদের ভুলগুলো। শেখার কথাও বললেন সেই ভুল থেকে।

নাজমুল হোসেন শান্ত ম্যাচ শেষে বললেন, ‘‘দুটি ম্যাচ হারলেও আমাদের বোলিং আক্রমণ দিয়ে লড়াই করেছি। এটা আমাদের জন্য ভবিষ্যতে অনুপ্রেরণা হবে। অবশ্যই কিছু ভুল করেছি, সেগুলো শুধরে নিয়ে সঠিক পরিকল্পনা নিয়ে সামনে এগোতে চাই। আমরা যদি সঠিকভাবে ফিরে আসতে পারি, আর সেই ধারাবাহিকতা ধরে রাখি তাহলে ভালো কিছু হবে।’’

টুর্নামেন্টে যাচ্ছেতাই খেললেও বোলারদের প্রশংসা ঝড়ল শান্তর কণ্ঠে, ‘‘আমাদের বোলিং আক্রমণ নিয়ে দারুণ খুশি আমি, বিশেষ করে পেসারদের নিয়ে। গত কয়েক বছরে আমাদের দলে ভালো কিছু পেসার এসেছে, যারা তাদের দায়িত্ব দারুণভাবে পালন করছে। নাহিদ রানা ও তাসকিন দুর্দান্ত বোলিং করেছে, অভিজ্ঞ মোস্তাফিজুর রহমানও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমাদের পেস আক্রমণ এখন যথেষ্ট শক্তিশালী। পাশাপাশি রিশাদও লেগ স্পিনার হিসেবে ভালো করছে।’’

পাকিস্তান বিদায় নিয়েছে লজ্জার এক রেকর্ডে। চ্যাম্পিয়নস ট্রফির স্বাগতিক হিসেবে তারাই প্রথম দল, যারা টুর্নামেন্টে কোনো জয় পায়নি। নিজেদের ভুলের জন্যই এমন ফল বলে মানছেন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। শান্তর মতোই ভুল থেকে শেখার কথা বললেন তিনি, ‘‘আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল কিন্তু আমরা পারফর্ম করতে পারিনি। গত কয়েকটা ম্যাচে আমরা কিছু ভুল করেছি। আশা করছি সেই ভুল থেকে শিক্ষা নিতে পারব।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত