Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

সাবেক মন্ত্রী আব্দুর রহমান, যুগ্ম সচিব ধনঞ্জয়ের নামে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন কার্যালয়
দুর্নীতি দমন কমিশন কার্যালয়
[publishpress_authors_box]

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান ও তার স্ত্রী মির্জা নাহিদা হোসেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে আলাদা মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ কমিশনের পক্ষে এসব মামলা করা হয়েছে বলে সাংবাদিকদের জানান সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমানের বিরুদ্ধে মামলায় বলা হয়েছে, তিনি সরকারি দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত উৎস বহির্ভূত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৪৭২ টাকার সম্পদ অর্জন করেছেন।

এছাড়া নিজের বিভিন্ন প্রতিষ্ঠানের ১৯টি ব্যাংক হিসাবে ৩ হাজার ৮৯১ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করায় মামলায় তার বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগও আনা হয়েছে।

অন্যদিকে, আব্দুর রহমানের স্ত্রী মির্জা নাহিদা হোসেনের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়, তিনি স্বামীর ক্ষমতার অপব্যবহার করে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৩০ লাখ ৮৯ হাজার ৮৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ মামলায় আব্দুর রহমানকেও আসামি করা হয়েছে।

এছাড়া তিনি ১৬টি ব্যাংক হিসাবে ২৬ কোটি ৫৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলেও অভিযোগ করা হয়েছে।

সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলায়, ক্ষমতার অপব্যবহার ও বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে ফরিদপুরের মধুপুরে ভবন নির্মাণ ও রাজউক-পূর্বাচলসহ বিভিন্ন জায়গায় জমি কেনার অভিযোগ আনা হয়।

এছাড়া মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক এবং সোনালী ব্যাংক থেকে সঞ্চয়পত্র এবং স্ত্রীর নামে চারটি ফ্ল্যাট কেনা, পাচারের টাকায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, সুইডেন এবং কানাডায় একাধিক বাড়ি কেনার অভিযোগও রয়েছে।

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয়ের বিরুদ্ধে মামলা

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে ২ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৮২৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগেও মামলা করেছে দুদক।

দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, ধনঞ্জয়ের নামে থাকা ১৪টি ব্যাংক হিসাবে ৫ কোটি ৯০ লাখ ১৫ হাজার ৫৯০ টাকার সন্দেহজনক লেনদেন করা হয়েছে।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক জনসংযোগ কর্মকর্তা মো. শরিফ মাহমুদের বিরুদ্ধেও।

সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে পুলিশের নিয়োগ ও বদলি–বাণিজ্যের জন্য আলোচিত ছিলেন। নিয়োগ ও বদলি–বাণিজ্যের অভিযোগ রয়েছে শরিফ মাহমুদের বিরুদ্ধেও।

অন্যদিকে, পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুলের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ৯৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে আলাদা আরেকটি মামলা করেছে দুদক।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত