Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

সোনার দাম ভরিতে কমল ২৪০৩ টাকা

jewelers-gold-200424-01
[publishpress_authors_box]

দেশের বাজারে সোনার দাম আবারও কমল। এই দফায় সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে কমেছে ২ হাজার ৪০৩ টাকা।

শুক্রবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে বৃহস্পতিবার এক ঘোষণায় জানিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

২০২৪ সালে দেশের সোনার বাজারে চলেছে ওঠা-নামার খেলা। সারা বছরই কখনও বেড়েছে, কখনও কমেছে সোনার দাম। তবে নতুন বছর শুরু হলে কেবল বাড়তেই থাকে। এবছরই প্রথমবারের মতো দেড় লাখ ছাড়িয়ে প্রায় ১ লাখ ৫৫ হাজার টাকায় পৌঁছে মূল্যবান এই ধাতুটির দাম।

টানা আট দফায় সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের সোনার দর ভরিতে ১৬ হাজার টাকার বেশি বাড়ানোর পর গত সোমবার ১ হাজার ১৫৫ টাকা কমানো হয়।

চার দিনের ব্যবধানে বৃহস্পতিবার আরও ২ হাজার ৪০৩ টাকা কমানোর ঘোষণা এল বাজুসের পক্ষ থেকে।

নতুন ঘোষণা অনুযায়ী, শুক্রবার থেকে দেশের বাজারে এক গ্রাম ২২ ক্যারেট সোনা কিনতে ১২ হাজার ৯৪৩ টাকা লাগবে। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতিভরি কিনতে লাগবে ১ লাখ ৫০ হাজার ৯৬৭ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত যা ১ লাখ ৫৩ হাজার ৩৭০ টাকায় বিক্রি হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লাগবে ১ লাখ ৪৪ হাজার ৯৭৫ টাকা। ১৮ ক্যারেটে লাগবে ১ লাখ ২৩ হাজার ৫১০ টাকা এবং আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ১ হাজার ৭২২ টাকায়।

বৃহস্পতিবার পর্যন্ত ২১ ক্যারেটের প্রতিভরি সোনা কিনতে লেগেছে ১ লাখ ৪৬ হাজার ৩৯৫ টাকা। ১৮ ক্যারেটে লেগেছে ১ লাখ ২৫ হাজার ৪৮১ টাকা আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৩ হাজার ৪০১ টাকায়।

সে অনুযায়ী, চার দিনের ব্যবধানে প্রতিভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে ২ হাজার ৪০৩ টাকা। ২১ ক্যারেটের দাম কমেছে ২ হাজার ২৯৮ টাকা। ১৮ ক্যারেটের কমেছে ১ হাজার ৯৭১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরির দাম কমেছে ১ হাজার ৬৮০ টাকা।

বিশ্ববাজারেও কমেছে

বিশ্ববাজারেও সোনার দাম বেশ খানিকটা কমেছে। গত ১ ফেব্রুয়ারি প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৮০০ ডলার ছাড়ায়। ১০ ফেব্রুয়ারি তা আরও বেড়ে ২ হাজার ৯০০ ডলার আতিক্রম করে।

২১ ফেব্রুয়ারি প্রতি আউন্স সোনার দাম ২ হাজার ৯৪০ ডলারে ওঠে। যা ছিল রেকর্ড।

বৃহস্পতিবার রাত ৯টায় বিশ্ববাজারে প্রতিআউন্স সোনার দাম ৩৬ ডলার ১৮ সেন্ট কমে ২ হাজার ৮৭৯ ডলার ৯১ সেন্টে নেমে এসেছে। শতাংশ হিসাবে কমেছে ১ দশমিক ২৪ শতাংশ।

গত ২৩ ফেব্রুয়ারি রাতে বাজুস যখন দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দেয়, তখন আন্তর্জাতিক বাজারে প্রতিআউন্স সোনার দাম ছিল ২ হাজার ৯৩৫ ডলার ৯৯ সেন্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত