বাংলাদেশ উশু কোচেস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বুধবার ভার্চুয়াল সভায় অ্যাসোসিয়েশনের সব সদস্যের মতামতের ভিত্তিতে ৩১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
এতে উশু কোচেস অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মেজবাহ উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন আনোয়ার হোসেন।
কমিটির সিনিয়র সহ সভাপতি হয়েছেন মোহাম্মদ সাইফুল আলম রোমান, সহ-সভাপতি মোহাম্মদ সাঈদ ইবনে হায়দার চৌধুরী জনি, রেজাউল করিম সাদী, আশরাফুল আলম সুমন, গৌর কর্মকার, মোঃ ইসমাইল, মোঃ আল আমিন।
কমিটির যুগ্ম সম্পাদক এ কে এম নুরুল আমিন, মোঃ রাসেল আহমেদ, মোঃ মোতাহার হোসেন। কোষাধক্ষ হয়েছেন জিয়াউল হক জিয়া।
এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ওমর আবদুল্লাহ খাঁন জিশান, মোঃ লিটন, দপ্তর সম্পাদক বাবুল আহমদ রুবেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক মাসুম, যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম সুমন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন শিখা খাতুন।
কার্যনির্বাহী সদস্যরা হলেন-মোঃ শাহীন, সাজু উদ্দিন, মোঃ তানজির আলম রিয়াদ, ক্যসিং মং, জাহিদ হোসেন, রোমান, মোঃ ইসমাইল হোসেন, কামরুল হাসান, আফসানা আক্তার রিতু, মোঃ ইমদাদুল কবির।