Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
ফন ডের ডুসেন বলছেন

ভারত সুবিধা পাচ্ছে, বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই

india-045
[publishpress_authors_box]

এবারের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তান। স্বাগতিক হওয়ার তাদের সুবিধা পাওয়ার কথা সবচেয়ে বেশি। কিন্তু সেটা হচ্ছে না। কারণ একই টুর্নামেন্টের ম্যাচ খেলতে দুবাই সফর করতে হয়েছে পাকিস্তানকে। তাছাড়া দেশের মাটিতেও আলাদা ভেন্যুতে খেলতে হয়েছে দলটিকে। এই জায়গায় একেবারে ভিন্ন অবস্থানে ভারত। ফাইনাল পর্যন্ত তাদের এক ভেন্যুতেই ম্যাচ। তাহলে সবচেয়ে সুবিধা কে পাচ্ছে? দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাসি ফন ডের ডুসেন বলছেন, এটা বুঝতে রকেট বিজ্ঞানী হওয়ার দরকার নেই।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনের মতে, এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। ফন ডের ডুসেনের বক্তব্যই একই। পাকিস্তানে নিজেদের মাঠে টুর্নামেন্ট আয়োজন করে যে সুবিধা পায়নি, ভারত সেটা পাচ্ছে। রোহিত শর্মারা পাকিস্তানে গিয়ে খেলবে না বলে মোহাম্মদ রিজওয়ানদের দুবাই গিয়ে খেলতে হয়েছে ভারতের সঙ্গে।

হাইব্রিড মডেলের এই টুর্নামেন্টে ভারত ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। অর্থাৎ, গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল-ফাইনাল সব ম্যাচই ভারত খেলবে একই ভেন্যুতে।

দক্ষিণ আফ্রিকান ব্যাটার রাসি ফন ডের ডুসেন। ছবি: এক্স

ভারত এই বাড়তি সুবিধা পাওয়া নিয়ে ফন ডের ডুসেন বলেছেন, “এটা নিশ্চিতভাবেই সুবিধা। আপনি যদি একটা জায়গায় থাকেন, একই হোটেলে অবস্থান করেন, একই সুবিধা নিয়ে অনুশীলন করেন, একই স্টেডিয়ামে ও একই উইকেটে খেলেন- সেটা অবশ্যই সুবিধার। আমার মনে হয় না এটা বোঝার জন্য রকেট বিজ্ঞানী হওয়ার দরকার আছে।”

সুবিধা যেমন আছে, তেমনি চাপের ব্যাপারও আছে বলে মনে করছেন প্রোটিয়া ব্যাটার। যেহেতু একই মাঠে খেলছে ভারত, তাই প্রত্যাশা বেশি। এই প্রত্যাশা থেকে বাড়তি চাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখছেন তিনি, “অবশ্যই এটা তাদের সুবিধা। আবার এই সুবিধা ব্যবহার করার দায়িত্বটাও তাদের। এক অর্থে কিন্তু এটা তাদের ওপর চাপও তৈরি করে।”

সেটা কীভাবে? ফন ডের ডুসেন বলেছেন, “কারণ যারাই সেমিফাইনাল কিংবা সম্ভাব্য ফাইনাল খেলবে, তাদের সেখানে (দুবাই) যেতে হবে এবং এই কন্ডিশন তাদের জন্য পুরোপুরি অপরিচিত। কিন্তু ভারত এটাতে অভ্যস্ত। তাদের ওপর সবকিছু ঠিকঠাক করার চাপ থাকবে, কারণ তাদের ওখানকার সবকিছুই জানা আছে।।”

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত