Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

রিশাদদের ম্যাচ দিয়ে শুরু পিএসএল, লিটন-রানাদের খেলা কবে

li2
[publishpress_authors_box]

এবারের পাকিস্তান সুপার লিগে দল পেয়েছেন বাংলাদেশের তিন জন-লিটন দাস, ‍রিশাদ হোসেন ও নাহিদ রানা। চ্যাম্পিয়নস ট্রফি মিশন শেষে তাই আবারও পাকিস্তান যাচ্ছেন রিশাদ ও রানা। চ্যাম্পিয়নস ট্রফিতে না থাকা লিটন সঙ্গী হবেন তাদের।

পিএসএলের অফিশিয়াল এক্স হ্যান্ডলে ২০২৫ টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হয়েছে আজ (শুক্রবার)। ৩৪ ম্যাচের টুর্নামেন্টের ফাইনাল হবে ১৮ মে। রিশাদকে এবার নিয়েছে লাহোর কালান্দার্স। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে রিশাদের দল লাহোর কালান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে দশম পিএসএল।

লিটন দাসকে করাচি কিংস এবং পেসার নাহিদ রানাকে দলে নিয়েছে পেশাওয়ার জালমি। ১২ এপ্রিল খেলতে নামবেন লিটন ও নাহিদ। প্রথম খেলায় কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে খেলতে নামবে নাহিদের পেশাওয়ার। রাতের ম্যাচে লিটনের করাচির প্রতিপক্ষ মোহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানস। 

রাওয়ালপিন্ডির পাশাপাশি খেলা হবে করাচি, মুলতান এবং লাহোরে। সবচেয়ে বেশি ১৩ ম্যাচ আয়োজন করবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। প্লে-অফের দুটি ম্যাচের সঙ্গে ফাইনালও অনুষ্ঠিত হবে লাহোরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত