Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

রোনালদো-এমবাপ্পে নন, সেরা আবেদনময় ফুটবলার কে

সেরা আবেদনময় ফুটবলার হয়েছেন কোল পালমার। ছবি : এক্স
সেরা আবেদনময় ফুটবলার হয়েছেন কোল পালমার। ছবি : এক্স
[publishpress_authors_box]

বুড়িয়ে গেলেও ফুরিয়ে যাননি ক্রিস্তিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সেও সবচেয়ে ধনী ফুটবলার তিনি। আল নাসরের বেতনের পাশাপাশি মোটা অঙ্কের আয় করেছেন পণ্যদূত হিসেবে।

শুধু রোনালদো নন, ফ্যাশন আর গ্ল্যামারে বিনোদন জগতের তারকাদের এখন পাল্লা দিচ্ছেন ক্রীড়াবিদরা, ফুটবলাররা যার শীর্ষে। যুক্তরাজ্যের স্লটজিলা নামের একটি ওয়েবসাইট আবেদনময় ফুটবলারদের নিয়ে জরিপ করেছে একটা। ২ হাজার ৫০০ প্রাপ্তবয়স্ক ব্রিটিশ নাগরিক স্টাইল, ফ্যাশন আর ব্যক্তিত্বের নিরিখে বেছে নিয়েছেন আবেদনময় ফুটবলারদের।

ব্রিটিশ বলেই এই তালিকায় তারা বেশি ভোট দিয়েছেন ইংল্যান্ডের খেলোয়াড়দের। রোনালদো, মেসি, এমবাপ্পেদের পেছনে ফেলে সেরা আবেদনময় ফুটবলার নির্বাচিত হয়েছেন কোল পালমার।  সর্বোচ্চ ১৯ শতাংশ ভোট পেয়েছেন ৬ ফুট ২ ইঞ্চির এ ফুটবলার। 

সেরা দশে আছেন রোনালদো ও এমবাপ্পে।

ম্যানচেস্টার সিটি থেকে ২০২৩ সালে চেলসিতে যোগ দিয়েছেন ২২ বছর বয়সী এই ইংলিশ উইঙ্গার। প্রিমিয়ার লিগে গত মৌসুমে পালমার ৩৩ ম্যাচে করেছিলেন ২২ গোল। চলতি মৌসুমেও ২৭ লিগ ম্যাচে তার গোল ১৪টি।

১৫ শতাংশ ভোট পেয়ে সেরা আবেদনময় ফুটবলারের তালিকায় দ্বিতীয় হয়েছেন রিয়ালের জুড বেলিংহাম। ১৫ শতাংশ ভোটে তৃতীয় হয়েছেন ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশ। শীর্ষ দশের ৭ জনই ইংল্যান্ডের।

ইংলিশদের বাইরে থাকা তারকাদের মধ্যে ক্রিস্তিয়ানো রোনালদো ৬ শতাংশ ভোট পেয়ে হয়েছেন অষ্টম। এছাড়া ৪ শতাংশ ভোটে আর্লিং হলান্ড নবম আর ২ শতাংশ ভোট পেয়ে দশম হয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত