ওয়ানডের পৃথিবীটা এখন ৩৫০ রানের। ৩০০ করে আর জয়ের নিশ্চয়তা নেই। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতেই ইংল্যান্ডের ৩৫১ রানের চ্যালেঞ্জ তাড়া করে জিতেছে অস্ট্রেলিয়া। আফগানিস্তানের ৩২৫ রানের জবাবে ইংল্যান্ড করেছিল ৩১৭। অথচ ’৯০ দশকে ২৫০ রানকে ভাবা গত ওয়ানডের নিরাপদ স্কোর।
এভাবে খেলাটা বদলে যাওয়ায় ব্যাটারদের এখন আক্রমণে যেতে হয় শুরু থেকেই। ভারতীয় একটি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সে কথাই বললেন সৌরভ গাঙ্গুলি।
ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি মেনে নিলেন ওয়ানডেতে ৩০০ আর নিরাপদ স্কোর নয়, ‘‘ক্রিকেট অনেক বদলে গেছে। আগের মতো আর নেই। এখন শুরু থেকেই আক্রমণ করতে হবে। আগে আড়াইশো রান হলেও সেটা খুব ভালো স্কোর ছিল। এখন সাড়ে তিনশো রানও চেজ হয়ে যাচ্ছে। ওয়ানডেতে ৩০০ রানও নিরাপদ নয় আর। আপনাকে খেলতে হবে সেটা মেনে।’’
চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ হতে পারত ভারত-পাকিস্তানের মহারণ। সেই ম্যাচও একতরফা জিতেছে ভারত। দুই দলের পার্থক্য নিয়ে সৌরভ বললেন, ‘‘পাকিস্তান ম্যাচ খুব একটা কঠিন ছিল না ভারতের জন্য। এই পাকিস্তানের সঙ্গে আগের পাকিস্তানের অনেক তফাত। পুরো ম্যাচে এক মুহূর্তের জন্য কখনও মনে হয়নি যে ভারত চাপে পড়েছে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত একচ্ছত্র কর্তৃত্ব করে ভারত জিতল। এই পাকিস্তান টিমের থেকে ভারত অনেক এগিয়ে। সেটা কোয়ালিটি, স্কিল কিংবা মানসিকতা সব দিক থেকে ভারত অনেক এগিয়ে। পাকিস্তানের মধ্যে সেই লড়াই করার মানসিকতাই দেখলাম না। আমি নিজেও নিশ্চিত ছিলাম, ভারত ম্যাচটা অনায়াসেই জিতবে।’’
এবারের চ্যাম্পিয়নস ট্রফির ফেভারিট দুই দল হিসেবে সৌরভ বেছে নিলেন ভারত ও অস্ট্রেলিয়াকে, ‘‘ভারত সবসময় চ্যাম্পিয়ন টিম। দুই বছর আগে ঘরের মাঠে বিশ্বকাপে কী ক্রিকেট খেলেছিল টিমটা বলুন তো। পুরো টুর্নামেন্টে অপ্রতিরোধ্য দেখিয়েছিল রোহিত শর্মাদের। ফাইনালে শুধু আমরা হেরে গিয়েছিলাম। রোহিত-কোহলিরা যেভাবে খেলছে, তাতে চ্যাম্পিয়নস ট্রফির সবচেয়ে ফেভারিট ভারতকেই বলব। সঙ্গে থাকবে অস্ট্রেলিয়া।’’