হারলেই বিদায়, আফগানিস্তানের জন্য সমীকরণটা এমনই। অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির আজকের (শুক্রবার) ম্যাচটা তাই বাঁচা-মরার রশিদ খান-ইব্রাহিম জাদরানদের জন্য। ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটিতে শুরুতে ব্যাট করে আফগানিস্তান অলআউট হয় ২৭৩ রানে।
জবাবে অস্ট্রেলিয়ার শুরুটা দাপুটে ছিল। ১২.৫ ওভারে তারা ১ উইকেটে করেছে ১০৯ রান। এরপরই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নামে বৃষ্টি। আজ (শুক্রবার) বৃষ্টির শঙ্কা ছিল ২৫ শতাংশ। সেই বৃষ্টিতেই বন্ধ হয় ম্যাচ।
ট্রাভিস হেড ৪০ বলে ৫৯ আর স্টিভেন স্মিথ অপরাজিত আছেন ২২ বলে ১৯ রানে। ম্যাথু শর্ট ফিরে গেছেন ১৫ বলে ২০ করে। জয়ের জন্য ৩৭.১ ওভারে অস্ট্রেলিয়ার চাই ১৬৫ রান।
Rain has interrupted play in the Australia vs Afghanistan match, with Australia currently at 109/1 in 12.5 overs, chasing a target of 274 and needing 165 runs from 37.1 overs.#ICCMensChampionsTrophy #AFGvAUS #DilSeCricket pic.twitter.com/TRq69HKz9C
— PTV Sports (@PTVSp0rts) February 28, 2025
শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত হলে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে অস্ট্রেলিয়া। তখন আফগানিস্তানের পয়েন্ট হবে ৩। সেমির জন্য তাদের তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচের দিকে। ইংল্যান্ডকে হারালে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের টিকিট পাবে প্রোটিয়ারা। তবে ইংল্যান্ড জিতলে সেমিফাইনালের জন্য বিবেচনা করা হবে নেট রান রেট। দক্ষিণ আফ্রিকার রান রেট ২.১৪০ আর আফগানদের -০.৯৯০।
আফগানদের শুরুটা ছিল যাচ্ছেতাই। প্রথম ওভারেই রহমানউল্লাহ গুরবাজকে ০ রানে বোল্ড করেন স্পেনসার জনসন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইব্রাহিম জাদরান ভালো শুরু করেও ফেরেন ২৮ বলে ২২ করে। রহমত শাহ ১২ আর অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি করেন ২০।
একটা প্রান্ত আগলে অবশ্য লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন সাদিকউল্লাহ অতল। ৯৫ বলে ৬ বাউন্ডারি ৩ ছক্কায় ৮৫ করেন তিনি। জনসনের বলে অধিনায়ক স্টিভেন স্মিথকে ক্যাচ দিয়ে ফেরেন সাদিকউল্লাহ। ততক্ষণে চ্যালেঞ্জিং স্কোরের ভিত পেয়ে যায় আফগানিস্তান।
আজমতউল্লাহ ওমরজাইয়ের ৬৩ বলে ১ বাউন্ডারি ৫ ছক্কায় ৬৭-তে আফগানিস্তানের স্কোর পৌঁছে ২৭৩-তে। ৪০ ওভার শেষে আফগানদের স্কোর ছিল ৭ উইকেটে ১৯৯। সেখান থেকে শেষ ১০ ওভারে ৭৪ করে লড়াই করার মতো পুঁজি পায় তারা। তাতে বড় অবদান ওমরজাইয়ের। বেন দারশুইসের করা শেষ ওভারের চতুর্থ বলে আউট হন তিনি।
দারশুইস নেন ৪৭ রানে ৩ উইকেট। জনসনের উইকেট ২টি।