সৌদি আরবে রোজা শুরু হয়েছে শনিবার। দেশটির সঙ্গে মিল রেখে বাংলাদেশের চাঁদপুর, পিরোজপুর, ভোলা ও শরীয়তপুরের বিভিন্ন গ্রামে রোজা রাখা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রের মুসলমানরাও শনিবার থেকে রোজা পালন শুরু করেছেন। একই দিনে রোজা শুরু হয়েছে ফ্রান্স ও স্পেনে।
মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে রবিবার রোজা শুরু হবে বলে ঘোষণা দিয়েছে দেশগুলোর সরকার।
শুক্রবার সৌদি আরবে রমজান মাসের চাঁদ দেখা যায়।
গালফ নিউজ জানায়, শুক্রবার সৌদি আরবের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকায় চাঁদের দেখা পেতে দেরি হয়। চাঁদের দেখা পাওয়ার পর রোজা শুরুর ঘোষণা দেওয়া হয়। শুক্রবার রাতে এশার নামাজের পর দেশটিতে তারাবির নামাজ শুরু হয়।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশের ৮৫টি গ্রামের বাসিন্দারা শুক্রবার দিবাগত রাতে তারাবির নামাজ আদায় ও সেহরি খেয়ে শনিবার প্রথম রোজা রাখেন।
এর মধ্যে রয়েছে চাঁদপুরের ৩৫টি গ্রাম, শরীয়তপুরের ৩০টি, পিরোজপুরের ১০টি ও ভোলার ১০টি গ্রামের বাসিন্দা।
সৌদি আরবের সঙ্গে মিল রেখে এসব গ্রামের মানুষ ঈদও উদযাপন করেন।
শনিবার দেশের আকাশে চাঁদ দেখা গেলে রবিবার থেকে রোজা রাখা শুরু হবে।
বাসস জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের সভাকক্ষে রমজানের চাঁদ দেখা কমিটির সভা হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।