Beta
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

আফ্রিদির পাওনা উদ্ধারের দায়িত্ব বিসিবি নেবে না

w
[publishpress_authors_box]

এবারের বিপিএলে খেলোয়াড়দের বকেয়া নিয়ে কেলেঙ্কারি হয়েছে রীতিমতো। রাজশাহীর খেলোয়াড়রা তো বিদ্রোহ করে বয়কট করেছিলেন অনুশীলন। বিপিএল ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে চুক্তির বেশির ভাগ অর্থ বুঝে পাননি পাকিস্তানি সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও। বিসিবি সভাপতি ফারুক আহমেদকে ই–মেইলে এটা জানিয়েছেন আফ্রিদি।

লাহোরে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল দেখতে গিয়ে ফারুক আহমেদ বাংলাদেশি সাংবাদিকদের এ নিয়ে জানালেন, ‘‘বোর্ডের দিক থেকে আমরা কোনোভাবেই এর সঙ্গে সম্পৃক্ত নই। (বিপিএলে) ফ্র্যাঞ্চাইজি, বোর্ড আর খেলোয়াড়ের মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি থাকে। তবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কোন দল কাকে আনছে, সেটি সম্পূর্ণ তাঁদের ব্যাপার। তবে এটি সত্যি যে আফ্রিদির মতো কেউ যদি এমন মন্তব্য করেন এবং কোনো ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর এ রকম কোনো সমস্যা হয়, তাহলে সেটি পুরো দেশের ওপরই আসে।’’

আফ্রিদির পাওনা উদ্ধার নিয়ে বিসিবি কিছু করবে কিনা জানতে চাইলে ফারুক আহমেদ বলেছেন, ফ্র্যাঞ্চাইজিগুলোর শুভেচ্ছাদূতের চুক্তিতে বিসিবির সংশ্লিষ্টতা থাকে না, স্বাভাবিকভাবেই এ বিষয়ে বিসিবিরও কিছু করার নেই। ফারুক বললেন, ‘‘আফ্রিদির ক্ষেত্রে আমরা শুধু অনুরোধ করতে পারি (ফ্র্যাঞ্চাইজিকে)। কারণ এর কোনো আইনি ভিত্তি নেই। কিসের ভিত্তিতে আমরা বলব।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত