রাজধানী ঢাকার মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের আরও চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তাদের গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- হেলাল উদ্দিন (৪৫), আসাদুজ্জামান নুর (১৮), তানিম সিকদার সিহাব (১৮) ও আহমেদ নাসিফ করিম ওরফে কাব্য (১৮)।
বিজ্ঞপ্তিতে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মোহাম্মদপুর, আদাবর ও উত্তরখান এলাকায় সিটিটিসির একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তারা নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের কাছ থেকে জব্দকৃত আলামত থেকে প্রাথমিকভাবে এর সত্যতা পাওয়া গেছে।
প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে শনিবার জানানো হয়েছে, শুক্রবার থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের অন্তত ৩৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ২০০৯ সালে রাষ্ট্রবিরোধী প্রচারণার কারণে নিষিদ্ধ হওয়া সংগঠনটির অন্যতম সংগঠক সাইফুল ইসলামও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঢাকার বায়তুল মোকাররম মসজিদের বাইরে সমাবেশে অংশ নেওয়া নিষিদ্ধঘোষিত দলটির সদস্যদের ধরতে পুলিশ দেশব্যাপী অভিযান শুরু করেছে।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “আমরা সমাবেশের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করছি। হিজবুত তাহরিরের অনেক সদস্যকে চিহ্নিত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য তাদের গ্রেপ্তার করা হবে।”
পুলিশ সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশ কয়েকটি মামলা করেছে বলেও জানানো হয়েছে পোস্টে।
হিযবুত তাহরীর শুক্রবার জুমার নামাজের পর ঢাকায় বায়তুল মোকাররম মসজিদ এলাকায় সমাবেশের ডাক দেয়।
এ সমাবেশের ঘোষণা দেওয়া হিযবুত তাহরীরকে হুঁশিয়ার করার পর ঢাকার উত্তরা থেকে বৃহস্পতিবার রাতে নিষিদ্ধ সংগঠনটির তিন সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।