গত ১৫ ফেব্রুয়ারি সরকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে ফেলেছিল। যার নতুন নামকরণ হয় জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এবার ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নামও বদলে গেল।
জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম কনিষ্ঠ শহীদ রিয়া গোপের নামে সরকার ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করেছে। এ সংক্রান্ত একটা প্রজ্ঞাপন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে জারি করা হয়েছে রবিবার। এনএসসি সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে ধানমন্ডি মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নতুন নামকরণ করা হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। যেটি আগে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স নামে পরিচিতি ছিল।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত বছর জুলাইয়ে নারায়ণগঞ্জ সদরের নয়ামাটি এলাকায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। সে সময় পরিবারের সবার সঙ্গে বাসার ছাদে গিয়েছিল ছয় বছরের ছোট্ট মেয়ে রিয়া গোপ। হঠাৎ গুলি এসে লাগে প্রথম শ্রেণির এই শিক্ষার্থীর শরীরে। পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে।
ধানমন্ডির এই ক্রীড়া স্থাপনার নাম বদলের পাশাপাশি আরও তিনটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এগুলোর মধ্যে পল্টনের শেখ রাসেল রোলার স্কেটিং ক্রীড়া কমপ্লেক্সের নামটি হয়েছে জাতীয় রোলার স্কেটিং কমপ্লেক্স। রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সের নামটি হয়েছে জাতীয় টেনিস কমপ্লেক্স।
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের বড় অডিটোরিয়ামের নাম শেখ কামাল বাদ দিয়ে ‘জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন’ রাখা হয়েছে।