আরও একটা ফাইনাল হারল নিউজিল্যান্ড। আরও একবার পুড়ল স্বপ্ন ভঙ্গের বেদনায়। তবে দুটি সেঞ্চুরিসহ ২৬৩ রানের পাশাপাশি ৩ উইকেট নিয়ে চ্যাম্পিয়নস ট্রফির সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র।
পুরস্কার জিতে খুশি হলেও খেলাটাকেই নিষ্ঠুর মনে হচ্ছে রাচিনের। পুরস্কার হাতে বললেন, ‘‘শিরোপা জিতলে হয়তো পূর্ণ আনন্দ পেতাম, কিন্তু ক্রিকেট নিষ্ঠুর এক খেলা। এখানে অভিজ্ঞ আর নতুনদের মধ্যে আলাদা কোনো ব্যাপার নেই। দলে সবাই অবদান রেখেছে। আমরা লড়াই করেছি একটা দল হিসেবে।’’
নিউজিল্যান্ড শিরোপা না জিতলেও নিজের টুর্নামেন্ট সেরা হওয়া নিয়ে রাচিন বললেন, ‘‘মিশ্র অনুভূতি হচ্ছে। ফাইনাল দারুণ ছিল। ব্যক্তিগত স্বীকৃতি পেলে ভালো লাগে, আর দলের হয়ে খেলাটা আরও আনন্দের। হয়তো ভালো উইকেটে খেলি বলেই আইসিসি টুর্নামেন্টে ভালো করি। আমার টুর্নামেন্ট খেলতে ভালো লাগে, এখানে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে খেলি।’’
দল হারলেও খেলোয়াড়দের লড়াইয়ের প্রশংসা করলেন নিউজিল্যান্ড অধিনায়ক সিচেল স্যান্টনার, ‘‘লড়াই করার মত পুঁজি পেয়েছিলাম আমরা। এই দল নিয়ে আমি গর্বিত। তারা লড়াই চালিয়ে গেছে আর উইকেট তুলে নিয়ে ভারতের কাজটা কঠিন করে দেওয়ার চেষ্টা চালিয়ে গেছে।’’