Beta
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
Beta
মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

শ্যামলীতে নারীর প্রতি সহিংসতা : অভিযুক্ত রাসেল গ্রেপ্তার

ডিবির হাতে গ্রেপ্তার মো. রাসেল হোসেন।
ডিবির হাতে গ্রেপ্তার মো. রাসেল হোসেন।
[publishpress_authors_box]

ঢাকার শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতা সৃষ্টির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাসেল হোসেন।

সোমবার রাসেলকে গ্রেপ্তারের কথা জানায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিট।

ডিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সেইসঙ্গে পাঠানো হয়েছে রাসেলের ছবিও।

যৌনকর্মীদের মারধরের পর এক সন্তানের আত্মহত্যা চেষ্টার খবর

যে ঘটনার অভিযোগে রাসেলকে গ্রেপ্তার করেছে সেটি ঘটেছিল গত বছর সরকার পতনের পর। গত ২৯ আগস্ট শ্যামলী স্কয়ারের সামনের সড়কে ভাসমান যৌনকর্মীদের মারধর করেন তিনি এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে বিপুল আলোচনা-সমালোচনা হয়। সেই ঘটনার প্রায় সাত মাস পর মো. রাসেলকে গ্রেপ্তার করা হলো।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত