Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

রংপুর বিভাগে শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি

দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও বেশ শীত অনুভূত হচ্ছে। সম্প্রতি  তোলা ছবি - জীবন আমির
দেশের অন্যান্য অঞ্চলের মতো ঢাকাতেও বেশ শীত অনুভূত হচ্ছে। সম্প্রতি তোলা ছবি - জীবন আমির
[publishpress_authors_box]

ঢাকা বিভাগের জেলা কিশোরগঞ্জসহ দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে কমেছে তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে উত্তরাঞ্চলের জেলা দিনাজপুরে, ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের অন্যান্য অঞ্চলের মতো রাজধানী ঢাকাতেও বেশ শীত অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

হাড় কাঁপানো শীতের মধ্যেই খুলনা বিভাগের কিছু এলাকায় বৃষ্টি হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার আবহাওয়াবিদ বজলুর রশিদ সকাল সন্ধ্যাকে বলেন, “খুলনা বিভাগের কয়েক জেলায় বৃষ্টি হয়েছে, যেটা গত কয়েকদিন ধরে আমরা বলে এসেছি। এর মধ্যে খুলনা জেলায় ১৬ মিলিমিটার, চুয়াডাঙ্গায় ১৯ দশমিক ৪ মিলিমিটারসহ আমরা দেখতে পেয়েছি। বরিশালের কিছু জায়গায় হালকাভাবে বৃষ্টি হয়েছে। শুক্রবার থেকে চট্টগ্রামেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

ঢাকার কথা জানতে চাইলে তিনি বলেন, “ঢাকায় সকাল থেকে রোদ উঠেছে, কাল (শুক্রবার) সেটা আরেকটু বাড়বে। রোদ উঠলে আকাশটা পরিষ্কার হবে, কুয়াশা কাটবে। রোদ উঠলে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা কমবে। রাতে বেশ ঠান্ডা লাগবে।”

তবে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম বলেও জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ।

আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

কুয়াশা

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে।

শৈত্যপ্রবাহ

কিশোরগঞ্জ ও নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তাপমাত্রা

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-উত্তর-পূর্ব দিকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত