ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসার ধরা পড়েছে। গতকাল সোমবার বিকেলে বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়।
তবে তিনি ঠিক কোন ধরনের ক্যানসারে আক্রান্ত তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।
ক্যানসার শনাক্তের পর সোমবার থেকে চার্লসের চিকিৎসা শুরু হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ক্যানসারের কারণে তিনি কিছু দায়িত্ব পালন করতে পারবেন না। প্রকাশ্যে যেসব আনুষ্ঠানিকতায় চার্লস অংশগ্রহণ করেন, সেগুলো আপাতত স্থগিত রাখা হবে। তবে তিনি তার সাংবিধানিক দায়িত্ব চালিয়ে যাবেন। এছাড়া ব্যক্তিগত সাক্ষাতের বিষয়গুলোও যথারীতি চলবে।
চার্লসের চিকিৎসাকালীন রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা তার হয়ে কিছু দায়িত্ব পালন করবেন।
বাকিংহাম প্যালেস জানিয়েছে, প্রোস্টেট গ্রন্থি বেড়ে যাওয়ায় চার্লস গত জানুয়ারির শেষে হাসপাতালে ভর্তি হন। তখন তাকে তিন রাত হাসপাতালে থাকতে হয়েছিল। তখনই মূলত পরীক্ষায় তার ক্যানসার ধরা পড়ে।
অবশ্য বিবিসি বলছে, চার্লস প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত নন।
এদিকে গত রোববার নরফোকের স্যান্ড্রিংহামের এক গির্জার অনুষ্ঠানে চার্লস অংশ নিয়েছিলেন। সেখানে তাকে মানুষের প্রতি হাত নাড়তেও দেখা গেছে।
রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষেক হয় ৭৫ বছর বয়সী চার্লসের।
চার্লসের ক্যানসার এখন কোন পর্যায়ে রয়েছে, কিংবা তার সুস্থ হতে কতদিন সময় লাগবে, এসব বিষয়ে কোন তথ্য প্রকাশ করেনি বাকিংহাম প্যালেস।
বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়, চার্লস তার ক্যানসারে আক্রান্তের খবর নিজেই দুই ছেলেকে (প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি) জানিয়েছেন।
ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রাজার দ্রুত সুস্থতা কামনা করেছেন।