Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫

জয়পুরহাটে হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
[publishpress_authors_box]

জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে সালেহ মোহাম্মদ নামে একজনকে হত্যার দায়ে ১৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। ১৫ বছর আগের ওই ঘটনায় বুধবার জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন। দণ্ডিতদের মধ্যে দুজন পলাতক রয়েছেন।

রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মামলায় ৫ আসামিকে খালাস পেয়েছেন। তারা সবাই পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর চকপাড়ার বাসিন্দা।

দণ্ডিতরা হলেন- আরিফুল প্রামাণিক, আবু নাসের প্রামা প্রামাণিক, ডা. মো. শাহজাহান আলী, হাদিউজ্জামান প্রামা প্রামাণিক, আশরাফ আলী, মোহাম্মদ আলী ওরফে লাল মোহাম্মদ, মোহাম্মদ আলী প্রামা প্রামাণিক, জহির প্রামাণিক, শামছুল আলম, সায়েম উদ্দিন, ওবাইদুল প্রামাণিক, সইম প্রামাণিক, রহিম প্রামাণিক, আবু সাঈদ, আবু বক্কর, বানু বেগম ও সাহেনা বেগম। আশরাফ আলী ও আবু সাঈদ পলাতক রয়েছেন।

মামলায় খালাস পেয়েছেন অমিছা বেগম, শহিদুল ইসলাম, বেলছি বেগম, হাফেজা ফকির ও সাবদুল ফকির।

জয়পুরহাট জজ আদালতে সরকারি কৌঁসুলী (পিপি) নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, আয়মারসুলপুর চকপাড়া গ্রামের সালেহ মোহাম্মদের সঙ্গে প্রতিবেশী হাদিউজ্জামানদের জমি নিয়ে বিরোধ ছিল। আদালতে মামলাও হয়। ২০০৯ সালের ২ মে সকাল ৮ টার দিকে সালেহ মোহাম্মদ নিজের শ্যালো মেশিনের ঘর ভেঙে টিন নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ি অদূরে প্রতিপক্ষের লোকজন তাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মারা যান তিনি।

পিপি জানান, এ ঘটনায় তার ভাই আজিজুল হক বাদী হয়ে পাঁচবিবি থানায় ১৯ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। পাঁচবিবি থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মমিনুল হক তদন্ত শেষে আরও তিন জনসহ মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। বুধবার রায়ের পর ১৫ জনকে পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত