জাকের আলির মতো প্রতিভাকে বিসিবি উপেক্ষা করে যাওয়ায় ব্যঙ্গ করেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের কথায়, “আপনারা জাকেরকে নিয়ে কেউ কিছু বলেন না। ছেলেটা তো একটু কালো তাই বিসিবিও হয়তো দেখে না।” সেই জাকের আলি কুমিল্লার ফিনিশারের ভূমিকায় আবারও ভালো করলেন।
জাকেরের ১৬ বলে ৪ ছক্কা ও ২ চারে করা অপরাজিত ৩৮ রানের টর্নেডো ইনিংসে শুক্রবার ফরচুন বরিশালের বিপক্ষে সম্মান জনক স্কোর পেয়েছে কুমিল্লা। সাত নম্বরে নামা জাকেরের স্ট্রাইকরেট ছিল ২৩৭.৫০।
টি-টোয়েন্টির নামি হার্ডহিটার আন্দ্রে রাসেল যখন ১১ বলে ১৪ রানে আউট হন কুমিল্লার রান ছিল ১৬ ওভার শেষে ৬ উইকেটে ৯৬। ওই অবস্থান থেকে মাত্র ৪ ওভারে দলকে ৮ উইকেটে ১৪০ রানে পৌঁছে দেন জাকের।
শেষ ওভার শুরুর আগে কুমিল্লা ৮ উইকেটে ১২৪ রানে ছিল। ওবেদ ম্যাককয়ের ২০তম ওভারে দুই ছক্কা ও ১ চারে ১৬ রান একাই নেন জাকের। জাতীয় দলে ছোট ফরম্যাটে সাত নম্বরে ভরসা করার মতো কোন হার্ড হিটার পাচ্ছে না বাংলাদেশ জাতীয় দল। এবারের বিপিএল পারফরম্যান্সে ওই জায়গায় যোগ্য ব্যাটার হওয়ার দাবি রাখেন জাকের।
বরিশালের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। ২টি করে সাইফউদ্দিন ও ম্যাককয়।