Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

ফেডারেশনের খবর নেই, ঘরোয়া ক্লাবে জাপানি কোচ

জাপানি কোচ ইউতাকা নাকানোর সঙ্গে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন টিটি খেলোয়াড় জাভেদ আহমেদ। ছবি: সংগৃহীত।
জাপানি কোচ ইউতাকা নাকানোর সঙ্গে সাবেক জাতীয় চ্যাম্পিয়ন টিটি খেলোয়াড় জাভেদ আহমেদ। ছবি: সংগৃহীত।
[publishpress_authors_box]

টেবিল টেনিস খেলোয়াড়দের দীর্ঘ দিনের দাবি একজন বিদেশি কোচের। ২০১৬ সালের এসএ গেমসের আগে উত্তর কোরিয়ান টিটি কোচ কিম সুং হ্যান ও প্রশিক্ষণ সহযোগী কিম সুগানের কাছে সর্বশেষ অনুশীলন করার সুযোগ পেয়েছিলেন খেলোয়াড়েরা। এরপর প্রায় ৮ বছর কেটে গেলেও কোনও বিদেশি কোচের দেখা নেই বাংলাদেশে।

টেবিল টেনিস ফেডারেশন যা পারেনি, এবার সেটা করে দেখিয়েছে ঘরোয়া ক্লাব ফিউচার স্পোর্টিং। খেলোয়াড়দের অনুশীলনের জন্য ক্লাবটি এনেছে জাপানের জাতীয় নারী দলের সাবেক কোচ ইউতাকা নাকানোকে।  

ক্লাবটির কোচ সাবেক জাতীয় চ্যাম্পিয়ন জাভেদ আহমেদ জানান, “আমরা জাপানি কোচ ইউতাকা নাকানোকে এনেছি। উনি একজন বড় মাপের কোচ। এই কোচের অধীনে আশা করি আমাদের খেলোয়াড়েরা অনেক উন্নতি করতে পারবে। ক্লাবের প্রতিষ্ঠাতা শায়ের শামীমের উদ্যোগে মূলত এই কোচকে বাংলাদেশে এনেছি। আপাতত ১ মাসের জন্য তাকে আনা হয়েছে। তবে ভিসা পাওয়া সাপেক্ষে আরও ২ মাস তাকে আমরা রাখতে চাই।”

তিনি যোগ করেন, “এই কোচকে পেয়ে খেলোয়াড়েরা খুব খুশি। এবং টেকনিক্যাল অনেক বিষয় তিনি আমাদের শেখাচ্ছেন। আমি নিজেও তার কাছ থেকে অনেক টেকনিক শিখতে পারছি। ”

দেশের ঘরোয়া ক্লাবের এমন উদ্যোগের প্রশংসা করলেন পাঁচবারের জাতীয় চ্যাম্পিয়ন মানস চৌধুরী, “এটা তো অনেক বড় ব্যাপার। ওরা টেবিল টেনিসকে অনেক ভালোবাসে। এজন্যই এমন কোচকে নিয়ে এসেছে। ”

চাইলে ফেডারেশন থেকেও এমন উদ্যোগ নেওয়া যেত বলে মনে করেন তিনি, “সরকারি পর্যায়ে এমন কোচ আনা কঠিন কোনও কাজ না। যেখানে একটা ঘরোয়া ক্লাব সহজেই আনতে পারে এমন কোচ, সেখানে ফেডারেশন পারছে না। তাহলে বুঝতে হবে ফেডারেশনের কর্মকর্তাদের তেমন দৃষ্টিভঙ্গী নেই। বর্তমানে এই ফেডারেশনে যারা আছেন তাদের আসলে কোনও কাজ কর্ম নেই।”

শুধু কোচ এনেই থেমে নেই ফিউচার স্পোর্টিং ক্লাব। আগামী ২ মার্চ কলাবাগান ল্যাব এইড আইকনিক ভবনে ক্লাবটি আয়োজন করবে দিনব্যাপী টেবিল টেনিস টুর্নামেন্ট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত