প্লে অফ পর্বে পা রাখার ঠিক আগে দারুণ সুখবর ফরচুন বরিশাল শিবিরে। দক্ষিণ আফ্রিকান হার্ডহিটার ব্যাটার ডেভিড মিলার আসছেন লাল জার্সিতে। রবিবার সকালে তামিম-মুশফিকদের সঙ্গে যোগ দেবেন এই বাঁহাতি।
প্লে অফে পা রাখায় বরিশালের হয়ে সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলার সুযোগ থাকছে মিলারের। এর জন্য দুই ধাপ পেরোতে হবে বরিশালকে। ২৬ ফেব্রুয়ারি এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে প্রথম বাধা পেরোতে হবে।
ওই ম্যাচ জিতলে ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া দলের। এই ম্যাচের সাফল্য বরিশালকে ফাইনালে তুলে দিবে। এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ারের বাধা পেরুলে বরিশালের জার্সিতে তিন ম্যাচ খেলার সুযোগ থাকছে মিলারের।
মিলার সবশেষ ৭ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে পার্ল রয়্যালসের হয়ে খেলেছেন। এরপর থেকে বিশ্রামেই ছিলেন এই ৩৪ বছর বয়সী ব্যাটার। এবার পিএসএলে ড্রাফট থেকে কোনো দল টানেনি মিলারকে। তাই বিপিএলে খেলায় বড় বাধা ছিল না তার জন্য।