Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

হাথুরুর কাছে বিপিএলটা সার্কাস, চাপ কমাতে চান শান্তর

jjj
[publishpress_authors_box]

আইপিএলের পরই সবচেয়ে মর্যাদার টুর্নামেন্ট বিপিএল! বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তারা তৃপ্তির ঢেঁকুর তুলেই বলেন কথাটা। তবে খোদ বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের কাছে বিপিএল একটা সার্কাস।

একজন খেলোয়াড় অন্য টুর্নামেন্টে খেলে বাংলাদেশে আসছেন, আবার দুই ম্যাচ খেলে চলে যাচ্ছেন আরেক ফ্র্যাঞ্চাইজির টুর্নামেন্টে! এটাই পছন্দ নয় হাথুরুর। ‘ক্রিকইনফো’কে দেওয়া সাক্ষাৎকারে এজন্য হাথুরু হস্তক্ষেপ চাইলেন আইসিসিরিও, ‘‘আইসিসির এখানে হস্তক্ষেপ করা উচিত। কিছু নিয়ম থাকতে হবে অবশ্যই। কোনও ক্রিকেটার একটা টুর্নামেন্ট খেলছে, পরে আরেকটা খেলছে। এটা সার্কাস। ক্রিকেটাররা ওদের সুযোগের কথা বলবে, তবে এটা ঠিক নয়। মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে, আমিও আগ্রহ হারিয়েছি।’’

হাথুরু এতটাই আগ্রহ হারিয়েছেন যে টেলিভিশনের রিমোট চাপার সময় বিপিএল চলে এলে বন্ধ করে দেন টিভিই, ‘‘বিপিএল যখন দেখি, মাঝেমাঝে টিভি বন্ধ করে দিই। কিছু খেলোয়াড় কোনো মানেরই নয়। এটা যেভাবে চলছে তা নিয়ে আমার অনেক প্রশ্ন আছে।’’

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ডাক পেয়েছেন তাইজুল ইসলাম। অথচ তিনি বিপিএলে সুযোগ পেয়েছেন কেবল ৫ ম্যাচ। তাই বিপিএল ছাড়া আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ হাথুরুর, ‘‘এমন একটা টুর্নামেন্ট দরকার, যেখানে আমাদের খেলোয়াড়েরা কিছু করতে পারবে। সেরা তিনের মধ্যে ব্যাট করা বা ডেথ ওভারে বোলিং করা। না হলে এরা এসব কোথায় শিখবে? আমাদের একটাই টুর্নামেন্ট। বিপিএলের আগে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের পরামর্শ দিচ্ছি আমি। বিপিএলে ফ্র্যাঞ্চাইজির যা ভালো লাগে সেটাই করে, কিছু সেরা সেরা খেলোয়াড় খেলছে না। আপনি কীভাবে আশা করেন, বাংলাদেশ অন্য দলের চেয়ে ভালো করবে। কঠিন একটা যুদ্ধ করছি আমি।’’

সাকিব আল হাসানের জায়গায় তিন ফরম্যাটের অধিনায়ক এখন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে পথচলার শুরু হচ্ছে তার। নতুন অধিনায়কের ওপর থেকে চাপ কমানোর কথাই বললেন হাথুরু, ‘‘শান্তর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলাটা গুরুত্বপূর্ণ। ও কীভাবে নেতৃত্ব দিতে চায় সেটা বুঝে সমর্থন দিতে হবে। ও দলে কোন সংস্কৃতি গড়তে চায় সেটার সমর্থন দিতে হবে। আমি ওর টেকটিক্যাল সাইড আর মাঠের মাঝে নেতৃত্বগুণ দেখেছি। এখন মাঠের বাইরের নেতৃত্ব নিয়ে সাহায্য করতে চাই ওকে। অন্য জিনিসগুলো থেকে ওর চাপ কমাতে চাই।’’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজ চলার মাঝখানে তামিম ইকবালের হঠাৎ অবসরের ঘোষণা দেওয়া নিয়ে হাথুরু জানালেন, ‘‘কী ঘটেছিল? আমি আগে কিছুই জানতাম না। সত্যি বলতে এখনও জানি না কেন সে এমন সিদ্ধান্ত নিয়েছিল। সে অবসর নিয়ে নিলো, এর ব্যাপকতা এমন পর্যায়ে চলে গেল, যেখানে আমাদের কিছুই করার ছিল না। এরপর আমার সব মনোযোগ ছিল দলের প্রতি। সবসময়ই বলে আসছি, দলের চেয়ে কেউ বড় নয়।’’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে পরে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত জানান তামিম। তবে পুরো ফিট না হওয়ায় ছেড়ে দেন নেতৃত্ব। এরপর তামিম ছিলেন না এশিয়া কাপ ও বিশ্বকাপের দলে। সাকিব আল হাসানের নেতৃত্বে টুর্নামেন্ট দুটিতে ভরাডুবি হয়েছে বাংলাদেশের।

এ নিয়ে হাথুরু জানালেন, ‘‘যদি এ ধরনের (অধিনায়কত্ব বদল) কোনও বড় পরিবর্তন ঘটে, এটি অবশ্যই প্রস্তুতিতে ব্যাঘাত ঘটাবে। অথচ অন্য দলগুলো তিন বছর ধরে পরিকল্পনা করেছে। বিশ্বকাপের আগে এমন ঘটনা পুরো দলে অবশ্যই কিছু প্রভাব ফেলে। তখন আমাকে কেউ কিছু বলেনি। এটা কেবল আমার সিদ্ধান্তও নয়, এটা নেতৃত্ব বেছে নেওয়ার ব্যাপার। আমরা পারফর্ম করতে পারছিলাম না। কীভাবে পারফর্ম করা ছাড়া আপনি নিজের জায়গা ধরে রাখবেন? আমরা কেবল মেহেদী মিরাজের জায়গা পরিবর্তন করেছি, কারণ সে রান পাচ্ছিল। বিশ্বকাপে এবাদতকেও মিস করেছি আমরা।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত