ম্যাচটা রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের। কিন্তু বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে এই লড়াইয়ের চেয়ে বড় হয়ে ওঠে অন্য কিছু। বাংলাদেশ ক্রিকেটের দুই সেরা তারকার শীতল সম্পর্কের আলোচনা। সেখানে সাকিব আল হাসান না তামিম ইকবাল কে জয়ী হন তা দেখার অপেক্ষায় সবাই। ম্যাচ শেষে জয় হয়েছে তামিম ইকবালের। সাকিবের দলকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছেন তারা। বরিশালের চতুর্থ ফাইনাল।
দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার আগে ব্যাট করা সাকিবদের খুব বেশি এগোতে দেননি তামিমরা। মাত্র ১৫০ রানের লক্ষ্য ছন্দে থাকা দলটির জন্য কঠিন ছিল না। তামিম বড় রান করতে ব্যর্থ হলেও মুশফিকুর রহিমের ৩৮ বলে ৪৭ রানে ৪ উইকেটে ১৪৪ করে সহজ জয়ই পেয়েছে তারা। ১ মার্চ ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম শিরোপার লক্ষ্যে নামবে বরিশাল।
ফাইনালে ওঠার লড়াইয়ে রাউন্ড রবিন পর্ব থেকে টানা চারটি ম্যাচ জিতল বরিশাল। রংপুরের বিপক্ষে জয়ের লক্ষ্য কম হলেও শুরুটা সাবধানি করেন তামিম। মিরাজকে নিয়ে তাড়াহুড়ো করে খেলতে যাননি। তবুও ২১ রানের বেশি হয়নি ওপেনিং জুটি। এক রান পর মিরাজও ফিরলে কিছুটা চাপে পড়ে বরিশাল। দ্বিতীয় উইকেটে ৪৭ রানের জুটিতে চাপ কাটান মুশফিক ও সৌম্য।
২২ রান করা সৌম্য আউট হওয়ার পর বিগ হিটার মায়ার্স নামলে ম্যাচটা সহজ হয় বরিশালের জন্য। মুশফিক একপ্রান্ত আগলে রাখেন। ওদিকে ১৫ বলে ৩ ছক্কা ও ১ চারে ২৮ রান করেন মায়ার্স। ৫০ রানের এ জুটিতেই বরিশালের জয় সহজ হয়।
পঞ্চম উইকেট জুটিতে মুশফিককে নিয়ে ১৮ বলে ২২ রান করা ডেভিড মিলার দলের স্কোরে ৩৩ রান যোগ করে ম্যাচ শেষ করেন।