Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

বেইলি রোডের অগ্নিকাণ্ডে আওয়ামী লীগ নেতার মৃত্যু

ঢাকার বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনের অগ্নিকাণ্ডে মারা গেছেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান  শামীম।
ঢাকার বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনের অগ্নিকাণ্ডে মারা গেছেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান শামীম।
[publishpress_authors_box]

ঢাকার বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে বৃহস্পতিবার রাতের অগ্নিকাণ্ডে সিলেটের মৌলভীবাজারের এক আওয়ামী লীগ নেতাও মারা গেছেন। তার নাম আতাউর রহমান শামীম (৬২)। তিনি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী ছিলেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদকের দায়িত্বেও ছিলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন শুক্রবার তার মৃত্যুর খবর তার পরিবারের কাছে নিশ্চিত করেছেন।

আতাউর রহমান শামীম ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে আবেদন করেছিলেন। তবে এবার তাকে মনোনয়ন দেওয়া হয়নি।

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাইফুর রহমান রাজন সকাল সন্ধ্যাকে তার মৃত্যুর সংবাদ জানিয়ে বলেন, অগ্নিকাণ্ডের সময় আতাউর রহমান শামীম বেইলি রোডের ওই ভবনে ছিলেন জানতে পেরে তার খোঁজে প্রথমে তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান। সেখানে তার কোনও খোঁজ না পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এরপর রাত ৩টার দিকে সেখানকার মর্গে তার মরদেহের সন্ধান পান।

জানা গেছে, শামীম বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের কিছুক্ষণ আগে নূরুল আলম নামে একজনকে সঙ্গে নিয়ে ওই ভবনের একটি রেস্টুরেন্টে কফি খেতে যান। কফি খেতে বসার ৫ মিনিটের মধ্যে রেস্টুরেন্টের নিচের দিকে কালো ধোঁয়াসহ বিস্ফোরণের আওয়াজ শুনতে পান তারা। প্রথমে তারা নিচে নামার চেষ্টা করলেও কালো ধোঁয়ায় কিছু দেখতে না পেয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকেন। এ সময় আতাউর রহমান শামীম ভিড়ের মাঝে আটকা পড়লেও তার সঙ্গে থাকা নূরুল আলম ছাদে উঠে প্রাণে বেঁচে যান। পরে অ্যাডভোকেট শামীমের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের লোকজন।

আতাউর রহমান শামীমের মৃত্যুতে সিলেট ও মৌলভীবাজার আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাসহ অনেক প্রবাসীও সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আতাউর রহমান শামীম রাজনীতির পাশাপাশি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের বাংলাদেশের ব্যুরো চিফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়া সাপ্তাহিক ‘গণবাংলার’ প্রকাশক হিসেবে গত বছরের ৩১ আগস্ট ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পত্রিকা প্রকাশের ঘোষণাপত্রে স্বাক্ষর করেছিলেন। ‘গণবাংলা’ নামের সাপ্তাহিকটি তিনি একসময় যুক্তরাষ্ট্র থেকে প্রকাশ করতেন।

আতাউর রহমান শামীমের ভাগ্নে মইনুর সোয়েব সকাল সন্ধ্যাকে জানান, স্ত্রী ও একমাত্র কন্যা যুক্তরাষ্ট্র থেকে দেশে আসায় ব্যস্ত সময় পার করছিলেন তিনি। ঢাকার সেগুনবাগিচায় একটি বাসায় থাকতেন তারা। আগামী রবিবার তার স্ত্রী ও কন্যার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। শামীমের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ কুলাউড়ার শ্রীপুরে দাফন করা হবে বলেও জানান ভাগ্নে সোয়েব।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ নামের ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে কাচ্চি ভাইসহ বেশ কয়েকটি খাবারের দোকান, মোবাইল ফোন ও কাপড়ের দোকান ছিল। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ৪৬ জন। গুরুতর আহত হয়েছেন অন্তত ২২ জন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত