Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
বেইলি রোডের আগুন

রেস্তোরাঁয় গিয়ে লাশ হতে হলো দুই শিশুসহ নাফিসাকে

নিহত নাফিসা আক্তার (৩২), তার দুই ছেলে আরহান (৭) ও আদিয়াত (৩)।
নিহত নাফিসা আক্তার (৩২), তার দুই ছেলে আরহান (৭) ও আদিয়াত (৩)।
[publishpress_authors_box]

বড় ছেলের পরীক্ষা শেষ হওয়ায় বৃহস্পতিবার রাতে দুই ছেলেকে নিয়ে কাচ্চি ভাইতে খেতে গিয়েছিলেন মা। কিছুক্ষণ পর যোগ দেওয়ার কথা ছিল ছেলেদের বাবারও। কিন্তু তিনি রেস্তোরাঁয় পৌঁছানোর আগেই পুড়ে শেষ হয়েছে গোটা ভবন। মারা গেছেন তার স্ত্রী ও দুই সন্তান।

বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের আগুনে নিহত তিন মা-ছেলে হলেন নোয়াখালীর মাইজদী এলাকার সাহেখ আহমেদ আশিকের স্ত্রী নাফিসা আক্তার (৩২), আরহান (৭) ও আদিয়াত (৩)।

এই পরিবারটি ছাড়াও একই আগুনে নোয়াখালীর সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের মঈশা গ্রামের আশিক (৩০) নামের আরও একজন মারা গেছেন।

শুক্রবার নিহতদের মধ্যে নাফিসা, আরহান ও আদিয়াতের দাফন শেষ হয়েছে। জুম্মার নামাজের পর পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়।

পরিবারটির এমন মৃত্যুতে হতবাক এলাকাবাসী। নিহতদের স্বজনের আহাজারিতে ভারি হয়ে উঠেছে গোটা এলাকার বাতাস।

নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল বারী আলমগীর বলেন, “অসময়ে এভাবে তিন তিনটি তাজাপ্রাণ ঝরে গেল ভাবতেই মনটা বিষাদে ভরে যায়। এমন মৃত্যুর খবরে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত