Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

আগুনে সুন্দরবনের জীববৈচিত্র্যের ক্ষতি নিরূপণে কমিটি হচ্ছে

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। ছবি : সকাল সন্ধ্যা
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

সুন্দরবনের পূর্ব বন বিভাগে অগ্নিকাণ্ডে জীববৈচিত্র্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বন সংরক্ষক খুলনা মিহির কুমার দোকে প্রধান করে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। ১০ কার্যদিবসের মধ্যে এই কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দেবে।

রবিবার রাতে খুলনায় সুন্দরবনের পশ্চিম বিভাগের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।

তিনি বলেন, “আজ (রবিবার) সন্ধ্যায় বনের মাটির উপরে কোথাও আগুন দেখা যায়নি। তারপরও এই অঞ্চলের আগুনের ধরন অনুযায়ী ২০ সদস্যের একটি দল সারা রাত আগুন লাগার স্থান থেকে ৫ একর জায়গায় যে ফায়ার লাইন করা হয়েছে সেই স্থানে পানি দিয়ে ভেজানোর কাজ করবে। এটি আগামী কয়েকদিন ধরে চলবে।”

পানি দিয়ে ভেজানোর কারণ ব্যাখ্যা করে প্রধান বন সংরক্ষক বলেন, “এখানে মাটিতে উদ্ভিদের নানা অংশ মিশে এক ধরনের ফসিল তৈরি হয়, যেটা কয়েক মিটার পর্যন্ত উচু হয়। এখানে আগুন থাকতে পারে, যা কয়েক ঘণ্টা পর আবার জ্বলে উঠতে পারে।” 

সুন্দরবনে লাগা আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ছবি : সংগৃহীত
শনিবার দুপুরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুলবুনিয়া এলাকার বনে আগুন লাগে। ছবি : সংগৃহীত

সুন্দরবনে আগুন প্রতিরোধে খননের মাধ্যমে এই অঞ্চলের নদী ও খালগুলোতে জোয়ার-ভাটা ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করে আমীর হোসাইন বলেন, “এখানে বর্তমানে নদী ও খাল শুকিয়ে ম্যানগ্রোভ বনের যে বৈশিষ্ট্য সেটি হারিয়ে গেছে। এ কারণেই আগুনের ঘটনা ঘটছে।”

এছাড়াও তিনি ওখানকার ক্যাম্পগুলোর সক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি ড্রোন দিয়ে সুন্দরবন মনিটরিংসহ লোকালয়ের সঙ্গে মিশে যাওয়া অংশে বাঘ সুরক্ষা প্রকল্পের আওতায় বেড়া তৈরির করার কথাও বলেন।

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে প্রধান বন সংরক্ষক বলেন, “তিন সদস্যের একটি কমিটি কাজ করছে। তারা সাত কার্যদিবসের মধ্যে আগুন লাগার কারণ চিহ্নিত করবে।”

তিনি বলেন, “মৌয়ালদের থেকে আগুনের সূত্রপাত নাকি মাছ চাষিরা আগুন দিয়েছে, অথবা কোনও দুর্ঘটনা থেকে আগুন ধরেছে কিনা এ বিষয় গুলো মাথায় নিয়েই অগ্নিকাণ্ডের কারণ নিরূপণ করা হচ্ছে।”

আগুনের ঘটনায় থানায় জিডি করা হয়েছে জানিয়ে প্রধান বন সংরক্ষক বলেন, তদন্ত শেষে রিপোর্টের ভিত্তিতে এটি মামলায় পরিণত হবে।

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন ফায়ার সার্ভিস সদস্যরা। ছবি : সংগৃহীত
রবিবার বেলা ১২টার দিকে নিয়ন্ত্রণে আসে সুন্দরবনের আগুন। ছবি : সংগৃহীত

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বন সংরক্ষক, খুলনা মিহির কুমার দো, পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আবু নাসের মোহসিন হোসেন প্রমুখ। 

শনিবার দুপুরে সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের আমুলবুনিয়া এলাকার বনে আগুন লাগে। শুরুতে বনকর্মী ও স্থানীয়রা আগুন নেভানোর কাজে নামেন, পরে তাদের সঙ্গে যোগ দেয় মোংলা ও মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

রাত হয়ে যাওয়ায় সেদিনের মতো কাজ বন্ধ রাখা হয়। পরে রবিবার সকাল ৮টা থেকে আবার শুরু হয় আগুন নেভানোর কাজ। এদিন বন বিভাগ ও ফায়ার সার্ভিসের সঙ্গে কোস্ট গার্ড, নৌবাহিনীসহ স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে যোগ দেন।

সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন লাগার প্রায় ২০ ঘণ্টা পর রবিবার বেলা ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত