আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত ছিল, উপজেলা পরিষদ নির্বাচনে কোনও মন্ত্রী, এমপির স্বজনরা অংশ নিবেন না।
সেই সিদ্ধান্ত অমান্য করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছেলে সাদাত মান্নান অভি। বর্তমানে সুনামগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান।
নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার সুকান্ত সাহা জানান, “শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে চার জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রার্থী রয়েছেন।”
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা আরও বলেন, “বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।”
সাদাত মান্নান যুক্তরাজ্যের বার্কলেজ ব্যাংকের সাবেক কর্মকর্তা। সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেন তিনি। বর্তমানে তিনি শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নম্বর সহ সভাপতি।
সাদাত মান্নান ছাড়াও শান্তিগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল কালাম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ ও শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দুলন।
উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী এই উপজেলায় মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ১২ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২০ মে এবং ভোটগ্রহণ করা হবে ৫ জুন।