Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
চাকরির বয়স ৩৫ করার দাবি

অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা আন্দোলনকারীদের

Age 35 protest_Rubel 03
[publishpress_authors_box]

১৫ শিক্ষার্থীর জামিন হলেও অনশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চাকরিতে আবেদনের বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ।

সংগঠনটি বলছে, প্রজ্ঞাপন জারি এবং মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের এ কর্মসূচি চলবে।

চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ১৫ জনকে আটক করা হয় শনিবার। এরপর তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। প্রতিবাদে তাদের মুক্তি এবং দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে অনশনে বসে আন্দোলনকারীরা।

রবিবার ওই ১৫ জনকে জামিন দেয় আদালত। এরপরই প্রশ্ন উঠে অনশন কর্মসূচি কি চলবে নাকি প্রত্যাহার করা হবে?

চাকরিতে আবেদনের বয়স ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল ইসলাম শুভ বলেন, “আমাদের অনশন কর্মসূচি চলবে। যতক্ষণ না প্রজ্ঞাপন জারি হবে এবং মামলা প্রত্যাহার করা হবে ততক্ষণ অনশন চলবে।”

অনশন কর্মসূচির মধ্যেই নতুন নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের শুভ বলেন, “লম্বা সময় ধরে আমরা আন্দোলন করছি। এখন আর প্রজ্ঞাপন ছাড়া আমরা বাড়ি ফিরে যাব না। আমাদের যৌক্তিক আন্দোলনে আমরা জয় লাভ করবই। সংসদ সদস্য থেকে শুরু করে ছাত্র সংগঠনগুলোর সমর্থন আমাদের সঙ্গে রয়েছে।”

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকূল আবেদন। আমাদের কথা চিন্তা করে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার পদক্ষেপ নিবেন। যাতে আমরা ঘরে ফিরতে পারি এবং পড়ালেখায় মনোসংযোগ দিতে পারি।”

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে। শনিবার পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। একপর্যায়ে তাদের লাঠিপেটা করার পাশাপাশি ১৫ জনকে আটক করে পুলিশ।

আটক নেতাকর্মীদের মুক্তি এবং দ্রুত প্রজ্ঞাপনের দাবিতে রবিবার সকাল থেকে অনশনে বসেন শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চলছে তাদের আন্দোলন।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত