Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ হাই কমিশনে গিয়ে আবার আলোচনায় হামজা

হামজা চৌধুরী খেলতে চান বাংলাদেশের জার্সিতে। ছবি: সংগৃহীত।
হামজা চৌধুরী খেলতে চান বাংলাদেশের জার্সিতে। ছবি: সংগৃহীত।
Picture of ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

[publishpress_authors_box]

আবার আলোচনায় হামজা চৌধুরী। এতদিন বাংলাদেশের জার্সিতে বাংলাদেশি বংশোদ্ভুত এই ইংলিশ ফুটবলারের খেলার সম্ভাবনা নিয়ে চর্চা হয়েছিল। এবার লেস্টারসিটির এই তারকা লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে হাজির হয়েই নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।

গত মঙ্গলবার হামজা দেওয়ান চৌধুরী লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে গিয়েছিলেন তার মাকে নিয়ে। উদ্দেশ্য বাংলাদেশের পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া শুরু করা। তার মা জন্মসূত্রে বাংলাদেশী হওয়ায় তার এই প্রক্রিয়া শুরু করতে কোনও বাধা নেই।

শুধু বাংলাদেশের নাগরিকত্ব নিলেই তিনি লাল সবুজের জার্সি গায়ে তুলতে পারবে না। এজন্য ফিফার ন্যাচারলাইজেশন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে ২০১৫ সালে প্রিমিয়ার লিগে অভিষিক্ত এই ইংলিশ ফুটবলারকে। তবে নাগরিকত্ব ও পাসপোর্টের ইস্যু নিয়েই মঙ্গলবার বাংলাদেশ হাই কমিশনে গিয়েও কথা বলার সুযোগ পাননি। ঘণ্টা দুয়েক অপেক্ষা করে মাকে নিয়ে বাড়ি ফিরে গেছেন বলেই জানিয়েছে তার ঘনিষ্ঠ সূত্র।

বাংলাদেশের ফুটবলে অনেক দিন ধরে চলছে হামজা চর্চা। ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ফুটবলে অনেক দিন ধরেই চলছে হামজা চর্চা। বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে তাকে লাল সবুজের জার্সিতে খেলানোর আগ্রহ প্রকাশ করেছিল বাফুফে। এই তারকারও আগ্রহী হওয়ার কথা শোনা গিয়েছিল বছর দুয়েক আগে। এতদিন এ নিয়ে দুই পক্ষ থেকে কোনো উদ্যোগ দেখা যায়নি।

মঙ্গলবার হঠাৎ করে তিনি বাংলাদেশ হাই কমিশনে গেলে পুরনো আলোচনা আবার সামনে নিয়ে আসেন। তাহলে এবার হামজা সত্যি সত্যি বাংলাদেশের হয়ে খেলতে চান? এ ব্যাপারে বাফুফের কোনও কর্মকর্তা মুখ না খুললেও তাদের তৎপরতার কথা জানা গেছে। আগামী সোমবার এই ফুটবলারের আবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে যাওয়ার কথা আছে বলে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত