মাস তিনেক আগেও আপনি মারাঠি অভিনেত্রী ছায়া কদমের নাম না শুনে থাকতে পারেন। কিন্তু আমির খানের ‘লাপাতা লেডিজ’ সিনেমায় স্টেশনের চা-বিক্রেতার চরিত্রে অভিনয় করে মানচিত্র ছাপিয়ে তিনি এখন বাংলাদেশেও দারুণ জনপ্রিয়।
অবশ্য কান উৎসবে ছায়া কদম এসেছেন আরও বড় উপলক্ষ নিয়ে।
কান উৎসবের প্রতিযোগিতা বিভাগে ২৯ বছর পর ঠাঁই পেয়েছে তার অভিনীত ভারতীয় ছবি!
নির্মাতা পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ প্রতিযোগিতা বিভাগে ২২টি ছবির অন্যতম। এই ছবিতে অভিনয় করতে পেরে ভীষণ আনন্দিত ছায়া কদম।
বললেন, “২০২৪ সাল আমার জন্য দারুণ গুরুত্বপূর্ণ। এবছর আমার দুটি ছবি কানে প্রদর্শিত হচ্ছে। একটি ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’, অন্যটি ‘ডিরেক্টর ফোর্টনাইট’ বিভাগে ‘সিস্টার মিডনাইট’।
“আমি ভীষণ খুশি। দারুণ সম্মানিত বোধ করছি। ২৯ বছর পর কানে কম্পিটিশন করছে ভারতীয় ছবি। যে ছবিতে আমি অভিনয় করেছি। এটা আমার জন্য স্মরণীয় মুহূর্ত।”
আলাপচারিতায় জানতে চাইলাম ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’ সিনেমাটি নিয়ে।
ছায়া কদম বললেন, “এটি মুম্বাই শহরের গল্প। এটি দুই জন নার্সের গল্প। তিন নারীর গল্প। সে গল্পগুলোও আলাদা।
“আপনি যখন ছবিটি দেখবেন তখন আপনার মনে হবে, এটা আপনারও গল্প। ছবিটি আপনাকে ভাবাবে।”
পায়েল কাপাডিয়ার সঙ্গে প্রথম কাজ করছেন ছায়া কদম।
সে কথা জানিয়ে পায়েল কাপাডিয়ার প্রশংসা করে বললেন, ”তার কাজের ধরন আলাদা। দৃষ্টিভঙ্গি আলাদা।
“প্রতিটি দৃশ্য তিনি আলাদা আলাদা করে তৈরি করেছেন। ডায়ালগ আলাদা নিয়েছেন। এডিটিং ইমোশনও তার আলাদা। শুটিং সেটে কী হতে যাচ্ছে, আমরা জানতামই না আগে থেকে। এখনও জানি না ছবিটা কী হয়েছে!”
একটু পর হেসে ছায়া কদম বললেন, “কিছু একটা তো হয়েছে নিশ্চয়ই। না হলে এত বছর পর কেন এই ছবিটি কানের মতো আসরে প্রতিযোগিতা বিভাগে ঠাঁই পাবে!”
প্রসঙ্গ পাল্টিয়ে জানতে চাইলাম তার অভিনীত ‘লাপাতা লেডিজ’ নিয়ে।
বললেন, “এটি তো থিয়েটারে এখনো চলছে। এর আগে আমার ছবি সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাঠিওয়ারি’ দর্শক প্রশংসা পেয়েছে।
“আমার কাছে মনে হয়, আমি যতদিন ধরে ছবি করছি, ততদিন আমি শিখছি। আমার কোনও কোনও ছবি জনপ্রিয় হচ্ছে, কোনও কোনওটা মানুষ পছন্দ করছে।
“কিন্তু আমি বলতে চাই, যে ছবিগুলো জনপ্রিয় হচ্ছে না কিংবা দর্শকের কাছে যাচ্ছে না, সেই ছবিগুলোও আমাকে প্রতিনিয়ত শিখিয়েছে। আমার অভিজ্ঞতা বাড়িয়েছে। একটা ছবি। একটা টিম। টিম আপনার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাবে।“
কথা বলতে বলতে কিছুটা স্মৃতিকাতর হয়ে অভিনেত্রী ছায়া কদম বললেন, “কখনো ভাবিনি অভিনয়ে আসব। ইন্ডাস্ট্রিতে কাজ করবো।
“যখন অভিনয় শুরু করি তখন মনে হয়েছে, জীবন খুঁজে পেয়েছি। সিনেমা আমাকে বহু কিছু শিখিয়েছে। এখন আমার মনে হয়, সিনেমা না থাকলে আমি কী করতাম! সিনেমা আমাকে বাঁচতে শিখিয়েছে। ভালো-মন্দ অনেক কিছু শিখিয়েছে। ফিল্ম আমার জীবন। ফিল্ম আমার নিঃশ্বাস।”
হিন্দি ভাষায় দেওয়া এই ইন্টারভিউ শেষে বাংলায় কিছু বলতে অনুরোধ করলে ছায়া কদম অনেক কসরত করে বললেন, “বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি।”