Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

এমবাপ্পে বিদায় রাঙালেন শিরোপার উচ্ছ্বাসে

m3
[publishpress_authors_box]

পিএসজি অধ্যায় শেষ হল কিলিয়ান এমবাপ্পের। আর শেষটা রাঙালেন শিরোপার উচ্ছ্বাসে। স্তাদ পিয়েরে-মাউরোয় ফ্রেঞ্চ কাপ ফাইনালে এমবাপ্পের বিদায়ী ম্যাচে অলিম্পিক লিওঁকে ২–১ গোলে হারাল পিএসজি।

এ নিয়ে রেকর্ড ১৫তম বার ফ্রেঞ্চ কাপে চ্যাম্পিয়ন হলো পিএসজি। এই মৌসুমে ফ্রেঞ্চ লিগ ওয়ানের শিরোপাও জিতেছে তারা। রবিবার রাতে নিজের শেষ ম্যাচে এমবাপ্পে অবশ্য গোল পাননি। তবে ম্যাচ শেষে সতীর্থরা শূন্যে ছুঁড়ে তাকে জানিয়েছেন বিদায়ী অভিবাদন।

সাত বছরে পিএসজির জার্সিতে ৩০৮ ম্যাচে ক্লাব রেকর্ড ২৫৬ গোল করেছেন এমবাপ্পে। জিতেছেন ১৫টি শিরোপা। তবে আক্ষেপ হয়ে আছে একটা চ্যাম্পিয়নস লিগ জিততে না পারা। চ্যাম্পিয়নস লিগের জন্যই নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ যোগ দেওয়ার সম্ভাবনা তার।

এর আগে পিএসজি ছাড়ার গুঞ্জনের সময় কয়েকবার এমবাপ্পেকে থামিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ফ্রেঞ্চ কাপ ফাইনালের আগেও এমবাপ্পের সঙ্গে দেখা করতে পিএসজির ড্রেসিংরুমে গিয়েছিলেন মাখোঁ। জড়িয়েও ধরেছিলেন তাকে। গোল ডটকম লিখেছে এটা এমবাপ্পেকে আটকানোর ‘শেষ চেষ্টা’। তবে তাতে যে কাজ হয়নি, ম্যাচ শেষে সতীর্থদের বিদায়ী অভিবাদনেই ফুটে উঠেছে সেটা।

২২ মিনিটে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। ৩৪ মিনিটে ব্যবধান ২–০ করেন ফাবিয়ান রুইজ। ৫৫ মিনিটে এক গোল ফিরিয়েছিলেন লিঁওর আইরিশ সেন্টার–ব্যাক জেইক ও’ব্রায়েন। তবে ম্যাচে আর ফিরতে পারেনি তারা।

ফাইনালের আগে সংঘর্ষ হয়েছে দুই দলের সমর্থকদের। পিএসজির ২০০ আর লিওঁর ১০০ জন সমর্থক সংঘর্ষে জড়িয়েছিলেন।

এ সময় দুটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয় আগুনে। এর নিন্দা জানান ফাইনাল উপভোগ করা ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত