Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

ভারতের নির্বাচনে বাজিমাত বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটারের

k
[publishpress_authors_box]

ভারতীয় রাজনীতিতে ক্রিকেটারদের পদচারণা নতুন কিছু নয়। নভোজৎ সিং সিধু, গৌতম গম্ভীরসেহ আরও অনেকে নির্বাচন জিতে হয়েছেন সংসদ সদস্য। তাদের পথ ধরে এবার লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন ১৯৮৩ ওয়ানডে বিশ্বকাপজয়ী ক্রিকেটার কীর্তি আজাদ আর ২০০৭ টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান।

 ‘ছক্কা’ হাঁকিয়েছেন দুজনই। পোড়খাওয়া  রাজনীতিবিদদের হারিয়ে নিজেদের আসনে জিতেছেন তারা। দুর্গাপুর-বর্ধমান আসনে কীর্তি আজাদ হারিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হেভিওয়েট প্রার্থী দিলীপ ঘোষকে। কিছুদিন আগেও রাজ্য সভাপতি ছিলেন দিলীপ।

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ভগবত ঝাঁ আজাদের ছেলে কীর্তি আজাদ। একসময় বিজেপির হয়ে নির্বাচনে জিতে টানা দুবার বিহার থেকে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুর্নীতি নিয়ে সাবেক মন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিজেপিছাড়া হন ১৯৮৩ সালে কপিল দেবের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। এবার শোধটা নিলেন পশ্চিমবঙ্গে জিতে।

ইউসুফ পাঠানের অবশ্য রাজনৈতিক পরিচয় ছিল না। সেই তিনিই ভারতীয় কংগ্রেসের পাঁচ বারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে মুর্শিদাবাদের বহরমপুরে হারিয়েছেন প্রায় ৭৫ হাজার ভোটের ব্যবধানে। বরোদার অবাঙালি হয়েও ইউসুফ বাজিমাত করলেন বহরমপুরে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত