বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ জানিয়েছে শ্রীলঙ্কা। প্রস্তুতি ম্যাচসহ গ্রুপ পর্বে তাদের খেলতে হচ্ছে চারটি আলাদা ভেন্যুতে। ভ্রমণ ক্লান্তিতে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে পেরে না উঠার প্রসঙ্গও তুলেছেন মাহিশ থিকসানা।
এমন সময়েই উইজডেন ক্রিকেট জানাচ্ছে, শ্রীলঙ্কা নয় বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি ভ্রমণ করতে হবে বাংলাদেশ দলকে। প্রস্তুতি ম্যাচ থেকে হিসেব করলে বাংলাদেশ, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা আর স্কটল্যান্ড চারবার করে বদলাবে নিজেদের ‘ঘাঁটি’। তাতে দেখা যাচ্ছে সব মিলিয়ে নাজমুল হোসেন শান্তরা ভ্রমণ করবেন ৯ হাজার ৯২১ কিলোমিটার, যা গ্রুপ পর্বে অন্য দলের চেয়ে বেশি।
ডালাসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের পর (বৃষ্টিতে হয়নি), নিউইয়র্কে ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচের সূচি ছিল বাংলাদেশের। এরপর ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। ডালাস থেকে বাংলাদেশ নিউইয়র্ক যাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে।
এরপর দল যাবে সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলতে। যাওয়া-আসা মিলিয়ে তাতে পাড়ি দিতে হচ্ছে সবচেয়ে বেশি পথ।
দুটি প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে গ্রুপ পর্বের চারটি ম্যাচ চারটি ভিন্ন ভেন্যুতে খেলা শ্রীলঙ্কা পাড়ি দিবে দ্বিতীয় সর্বোচ্চ ৮০৯৭ কিলোমিটার। নেদারল্যান্ডস পাড়ি দিবে তৃতীয় সর্বোচ্চ ৭৩৮০ কিলোমিটার। এই তিন দল ছাড়া আর কেউ ৫০০০ কিলোমিটারের বেশি ভ্রমণ করবে না। সবচেয়ে কম ৫০৫ কিলোমিটার ভ্রমণ করতে হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে।
এছাড়া নেপাল পাড়ি দিবে ৪২১৪ কিলোমিটার, কানাডা ৩৯২২, যুক্তরাষ্ট্র ৩৯২২, পাকিস্তান ৩৯২২,আয়ারল্যান্ড ৩৪৩৪, দক্ষিণ আফ্রিকা ৩৩০৬, ভারত ১৭১৭, ওয়েস্ট ইন্ডিজ ১৭০৯, আফগানিস্তান ১৫২১, পাপুয়া নিউ গিনি ১২৪৬, উগান্ডা ১২৪৬, স্কটল্যান্ড ১২৪২, অস্ট্রেলিয়া ১১৯৫, নামিবিয়া ৯২৪, ওমান ৮৯১ ও নিউজিল্যান্ড ৬২৩ কিলোমিটার।