Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সিলেটে বজ্রপাত পোড়াল ৯ দোকান, ৪ অটোরিকশা

সিলেটে বজ্রপাতের পর আগুনে পোড়া অটোরিকশা।
সিলেটে বজ্রপাতের পর আগুনে পোড়া অটোরিকশা।
[publishpress_authors_box]

সিলেটে ভারি বর্ষষণের মধ্যে বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে পুড়েছে নয়টি দোকান এবং চারটি সিএনজি অটোরিকশা।

সোমবার সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুড়া এলাকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সামনের সড়ক সংলগ্ন একটি আধাপাকা মার্কেটে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

সিলেট বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া সকাল সন্ধ্যাকে জানান, ভোরে বৃষ্টির মধ্যে মার্কেটের ওপর বজ্রপাত হয়। বজ্রপাত থেকে সৃষ্ট আগুনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। 

আগুনে যে ৯টি দোকান পুড়েছে, তার মধ্যে একটি সেলুন, একটি খোলা তেলের দোকান রয়েছে। গ্যারেজে থাকা একটি অটোরিকশা ভস্মীভূত হয়। গ্যারেজের সামনে দাঁড়িয়ে থাকা তিনিটি অটোরিকশাও পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

সিলেটে বজ্রপাতের পর আগুনে ক্ষতিগ্রস্ত দোকান।

সিলেট ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার বেলাল হোসেন সকাল সন্ধ্যাকে জানান, বজ্রপাতে দোকানে আগুন ধরে যায়। পরে আগুন কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে।

সকালে যুক্তরাজ্য থেকে সিলেট বিমানবন্দরে নেমে আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে যান সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুজাত আলী রফিকও সেখানে উপস্থিত হন।

সুজাত আলী সকাল সন্ধ্যাকে বলেন, ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত