Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সৌজন্য সাক্ষাৎ

শেখ হাসিনা ও এস জয়শঙ্কর। ছবি : বাসস
শেখ হাসিনা ও এস জয়শঙ্কর। ছবি : বাসস
[publishpress_authors_box]

ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আবাসস্থলে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জয়শঙ্কর বন্ধুপ্রতীম দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।”

আগামী দিনে এ সম্পর্ককে আরও উন্নীত করার ইচ্ছা প্রকাশ করেছেন তারা।

বাসস জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের মন্ত্রী হওয়ার জন্য জয়শঙ্করকে অভিনন্দন জানান এবং তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান।

জয়শঙ্কর বলেন, দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে।

জয়শঙ্করকে উদ্ধৃত করে হাছান মাহমুদ বলেন, “আমরা দুই দেশের সম্পর্ককে আরও উন্নত ও প্রসারিত করতে কাজ করছি।”

তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শনিবার ভারত যান প্রধানমন্ত্রী শেষ হাসিনা। সফর শেষে সোমবার দেশে ফেরার কথা রয়েছে তার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত