ব্যান্ডের সেরা ১০ গানের নাম জানতে সকাল সন্ধ্যা কথা বলেছিল ব্যান্ড সংগীতের গুরুত্বপূর্ণ ৯ তারকার সঙ্গে। তবে এই নয় জনের মধ্যে শারমিন সুলতানা সুমি ছিলেন একটু ব্যতিক্রম। চিরকুটের সুমি নামেই যিনি অধিক পরিচিত। হ্যাঁ, ব্যান্ড চিরকুট।
সুমির কাছে সেরা ১০ ব্যান্ডের গানের নাম জানতে চাইলে জানান, প্রিয় গানগুলোকে ‘সেরা ১০’ বা এরকম কোন ক্রমিকেই তিনি বাঁধতে চাননি। ব্যান্ডের সম্মৃদ্ধ ভান্ডারের অসংখ্য গান যে তার প্রিয়! তিনি বরং তার প্রিয় কিছু গানের নাম জানাতে রাজি হলেন। করলেনও তাই।
অবশ্য বেশ আফসোসও করলেন এই বলে যে- কত কত প্রিয় গান বাদ পড়ে গেল। আসলে বাংলাদেশের ব্যান্ডের অসংখ্য গান যে তার প্রিয়! কোনটা বাদ দিয়ে কোনটা বলবেন?
কোন গানগুলোর কথা জানালেন চিরকুটের এই ফ্রন্ট উইমেন? বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে পথ দেখিয়েছে এমন ব্যান্ডের গানগুলোতো আছেই, পাশাপাশি উদীয়মান অথচ জনপ্রিয় ব্যান্ডগুলোর গানও আছে তার ভালোলাগায়।
সুমির ভালোলাগার গানগুলোর মধ্যে আজম খানের গান থেকে শুরু করে হালের জনপ্রিয় ব্যান্ড ‘কাকতালে’র গানও আছে। ব্যান্ড সঙ্গীতকে আলো দেখানো রক সম্রাট প্রয়াত আজম খানের ব্যান্ড ছিল ‘উচ্চারণ’। এই ব্যান্ডের জনপ্রিয় গান ‘আলাল ও দুলাল’ অনেকের মতোই সুমিরও অন্যতম প্রিয় গান। তার প্রিয় গানের মধ্যে আরও আছে আর্কের তাজমহল ও গুরু, ফিডব্যাকের ভীরু মন ও গীতিকবিতা ২, আছে জেমসের একক হিট গান বিবাগী, এলআরবির এখন অনেক রাত, ব্যান্ড রেনেসাঁর হৃদয় কাঁদামাটি, ওয়ারফেইজের অবাক ভালোবাসাসহ ক্রিপটিক ফেইটের আক্রমণ এবং হালের তুমুল জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের গানও আছে তার প্রিয় গানের তালিকায়।
প্রিয় গানের কথা জানাতে গিয়ে তিনি উল্লেখ করেছেন উদীয়মান ব্যান্ড কাকতাল এবং বাংলা ফাইভের কথা। কনসার্টে দারুণ জনপ্রিয় এই দুটি ব্যান্ড জয় করে নিচ্ছেন দেশের তরুণ শ্রোতাদের মন।
ভালোলাগার গানের কথা জানাবেন অথচ তাতে থাকবে না জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ এর নাম তা কি হয়? শিরোনামহীনের ‘জাহাজী’ অ্যালবামের গান ‘হয় না’ আছে তার প্রিয় গানের তালিকায়।
তবে ওই-যে তিনি বললেন! অনেক গান বাদ পরে যাওয়ার কথা!
সত্যিইতো, আমাদের বেড়ে ওঠা আর যাপনে ব্যান্ড সঙ্গীতের কত কত গান যে জড়িয়ে আছে! তার মধ্যে প্রিয় গানের কথা বলতে বললে এক বসায় কি সব বলে ফেলা যায়? আমাদের স্মৃতি আর যাপনে একেকটা গান যে একেকটা গল্প।