Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

শাকিলের গোলে রহমতগঞ্জকে হারাল আবাহনী

আবাহনীর একমাত্র গোলদাতা শাকিল হোসেনকে (মাঝে) ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: বাফুফে
আবাহনীর একমাত্র গোলদাতা শাকিল হোসেনকে (মাঝে) ঘিরে সতীর্থদের উল্লাস। ছবি: বাফুফে
[publishpress_authors_box]

জাতীয় দলে শাকিল হোসেন একজন ডিফেন্ডারের ভূমিকায় খেলেন। কিন্তু শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলার সময় থেকেই তাকে মিডফিল্ড পজিশনে খেলানোর চেষ্টা করেন কোচ মারুফুল হক। এবার আবাহনীতে নিয়মিতই তাকে মাঝমাঠে দেখা যাচ্ছে। কোচের আস্থার প্রতিদান শনিবার বেশ ভালোভাবেই দিয়েছেন শাকিল।

মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে শাকিলের একমাত্র গোলেই রহমতগঞ্জকে হারিয়েছে আবাহনী। যদিও পেনাল্টি থেকে গোল করতে পারেননি আবাহনীর মোহাম্মদ ইব্রাহিম। কিন্তু তারপরও জয়বঞ্চিত হয়নি আকাশী নীল দলটি।

নিয়মিত গোলরক্ষক মিতুল মারমার বদলে আবাহনীর পোস্টের নিচে এই ম্যাচে দেখা গেছে মাহফুজ হাসান প্রীতমকে। যদিও কামাল বাবুর দল প্রীতমকে সেভাবে বড় পরীক্ষায় ফেলতে পারেননি। বরং দুই দলই গোলের সুযোগ তৈরি করেছে কম।

প্রথমার্ধে রহমতগঞ্জের সামনে সুযোগ আসে ১০ মিনিটে। আবাহনীর রক্ষণের ভুলে সুযোগটা পায় তারা। বক্সের ভেতর থেকে মোহাম্মদ হৃদয় ব্যাক পাস বাড়ান গোলরক্ষকের উদ্দেশে, কিন্তু গতি ছিল না মোটেও। স্যামুয়েল বোয়াটেং ও তাজ উদ্দিন ছুটে গিয়ে বলের নাগাল পাওয়ার আগেই দ্রুত ক্লিয়ার করেন আবাহনী গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম।

৩৫ মিনিটে তাজ উদ্দিনের আড়াআড়ি ক্রসে গোলমুখ থেকে ব্যাকহিল ফ্লিক করতে চেয়েছিলেন বোয়াটেং। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। আবাহনী প্রথম ভালো সুযোগ পায় ৫৫ মিনিটে। ছোট বক্সের ওপর থেকে উড়িয়ে মারেন মাহাদি ইউসুফ।

৫৯ মিনিটে জীবনের ফ্রি-কিকে ইশতেকারুল ইসলাম শাকিলের হেড লক্ষ্যভ্রষ্ট হলে রহমতগঞ্জ এগিয়ে যেতে পারেনি।

ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার হাতে শাকিল। ছবি: বাফুফে

৬৮ মিনিটে আবাহনী এগিয়ে যায়। পেনাল্টি বক্সের বাইরে অরক্ষিত ছিলেন শাকিল। দারুণ এক বল পেয়ে ওয়ান টাচেই বল জালে জড়ান। এরপর ৭০ মিনিটে পেনাল্টি পায় আবাহনী। তাজ উদ্দিন ফেলে দেন আবাহনীর মাহাদি ইউসুফ খানকে। মোহাম্মদ ইব্রাহিম পেনাল্টি নিলেন ঠিকই। কিন্তু অবাক কান্ড! বা দিক দিয়ে বাইরে পাঠিয়ে দিলেন বল। দারুণ গোলের সুযোগ নষ্ট হলো আবাহনীর।

আবাহনী ৮ ম্যাচে ষষ্ঠ জয়ে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে । সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহামেডান। আর রহমতগঞ্জ সমান ম্যাচে তৃতীয় হারের আগের ১৫ পয়েন্টে তৃতীয় স্থানে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত