বয়স মাত্র ২০ বছর আবদুকোদির খুসানভের। উজবেকিস্তানের এই সেন্টার ব্যাককে এরই মাঝে নানা নামে ডাকছেন সতীর্থ আর ভক্তরা। ফরাসি ক্লাব লাঁসের গোলরক্ষক ব্রাইস সাম্বা তাকে ডাকেন ‘দানব’ নামে। দলটির কোচ উইল স্টাল ডাকেন ‘ট্যাংক’। আর উজবেকিস্তানে তার নাম ‘দ্য ট্রেন’।
২০ বছর বয়সী সেই দানব, ট্যাংক বা ট্রেন এবার কিনল ম্যানচেস্টার সিটি। ৩৩.৫ মিলিয়ন পাউন্ড বা ৪০ মিলিয়ন ইউরোয় লাঁস থেকে চার বছর ছয় মাসের জন্য তাকে এনেছে প্রিমিয়ার লিগে টানা চারবারের চ্যাম্পিয়নরা।
জন স্টোনস, রুবেন দায়াসের মত আরও কজন ডিফেন্ডার ইনজুরিতে থাকায় জানুয়ারিতে প্রথম খেলোয়াড় হিসেবে খুসানভকে কিনল সিটি। উজবেকিস্তানের প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে খেলবেন খুসানভ।
বেলারুশিয়ান ক্লাব এনার্জেটিক-বিজিইউ থেকে দেড় বছর আগে মাত্র ৮৪ হাজার পাউন্ডে খুসানভকে কিনেছিল লাঁস। শুরুতে একাদশের অনিয়মিত থাকলেও দলের রক্ষণের স্তম্ভ হয়ে উঠতে বেশি সময় নেননি তিনি।
ম্যানচেস্টার সিটির মত দলে সুযোগ পাওয়ার পর খুসানভ বললেন, ‘‘পেপ গার্দিওলা সর্বকালের সেরা কোচদের একজন। তার কাছ থেকে শেখার জন্য আর নিজের খেলায় উন্নতির জন্য মুখিয়ে আছি আমি।’’