প্রায় ১৭ বছর পর কারামুক্ত হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। ২০০৮ সালের জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারেই ছিলেন তিনি।
মঙ্গরবার বেলা ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
২১ আগস্ট ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলার মৃত্যু দণ্ড পাওয়া আসামি ছিলেন সালাম পিন্টু।
তবে গত ১ ডিসেম্বর এই মামলায় দেওয়া বিচারিক আদালতের রায় অবৈধ ঘোষণা করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাই কোর্ট বেঞ্চ। সেই সঙ্গে খালাস দেওযা হয় সব আসামিকে। ফলে খালাস পান আব্দুস সালাম পিন্টুও।
নানা আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার মুক্তি পেলেন তিনি।
বিএনপি-জামায়াত জোট সরকার আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে এই হামলায় দলটির নেতা-কর্মীসহ ২৪ জন নিহত হয়।
২০০৮ সালে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার আমলে সিআইডি তদন্ত শেষে অভিযোগপত্র দিলে তার ভিত্তিতে শুরু হয়েছিল বিচার।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর অধিকতর তদন্তে আসামির তালিকায় যুক্ত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ৩০ জনের নাম। ফলে আসামির সংখ্যা বেড়ে হয় ৫২ জন।
তার প্রায় এক দশক পরে ২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালতের রায়ে ৫২ আসামির মধ্যে ৪৯ জন দণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে ৭ জন রাজনীতিক, ৮ জন পুলিশ, ৫ জন সামরিক বাহিনীর কর্মকর্তা এবং ২৯ জন জঙ্গি ছিলেন।