শিক্ষার্থী মো. নাদিমুল হাসান এলেম হত্যা মামলায় ঢাকার সূত্রাপুর থানা তাঁতী লীগ সভাপতি মো. আবু সাইয়েদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সূত্রাপুরে কলেজ শিক্ষার্থী মো. নাদিমুল হাসান এলেম প্রাণ হারান।
শুক্রবার বিকালে মামলাটির তদন্ত কর্মকর্তা সূত্রাপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আফনান সুমীর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ১৭ অক্টোবর রাতে মো. আবু সাইয়েদকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৯ জুলাই আন্দোলনকারীরা সূত্রাপুর থানার শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ ও কবি নজরুল কলেজের সামনে আন্দোলনের সমর্থনে মিছিল করছিল। এ সময় মিছিলরত ছাত্র-জনতার ওপর আক্রমণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়। এতে শেখ বোরহানুদ্দীন পোস্টগ্র্যাজুয়েট কলেজের শিক্ষার্থী নাদিমুল হাসান এলেম বাম চোখে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত এলেমের মা কিসমত আরা ১ সেপ্টেম্বর সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন।