Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আওয়ামী লীগের সাবেক ৫ এমপির বিদেশযাত্রায় দুদকের নিষেধাজ্ঞা

দুর্নীতি দমন কমিশন
দুর্নীতি দমন কমিশন
[publishpress_authors_box]

নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার এক দিনের মাথায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক পাঁচ এমপির বিদেশযাত্রায় দুদকের পক্ষ থেকে নিষেধাজ্ঞা এল।

বৃহস্পতিবার নতুন কমিশনার মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বে কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সংস্থাটির উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, এই পাঁচ জন হলেন, ভোলা-৩ আসনের সাবেক এমপি নূর নবী চৌধুরী শাওন, ফেনী-১ আসনের আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, হবিগঞ্জ-৩ এর আবু জাহির, নোয়াখালী-১ আসনের এইচ এম ইব্রাহিম এবং লক্ষীপুর-২ আসনের নুর উদ্দিন চৌধুরী নয়ন।

এই সাবেক পাঁচ সংসদ সদস্যেদের পাশাপাশি তাদের প্রত্যেদের স্ত্রী এবং তাদের একাধিক সন্তাদের বিরুদ্ধেও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুদক।

তাদের বিরুদ্ধে কী কী অভিযোগ তা জানতে চাইলে তিনি সকাল সন্ধ্যাকে বলেন, “সাবেক পাঁচ সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ বাণিজ্য, সরকারি বিধি-বিধান অমান্য করে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের আলাদা অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করতে অনুমোদন দেওয়া হয়েছে।”

শিগগিরই তাদের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির বিষয়ে আদালতে আবেদন জানানো হবে বলে জানান তিনি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সেই সরকারের সময় বিভিন্ন দায়িত্বে থাকা তৎকালীন মন্ত্রী, সংসদ সদস্য, সাবেক-বর্তমান আমলা, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ব্যবসায়ীসহ প্রায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অনুসন্ধানের ফাইল খোলা হয়।

দুদকের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দিন আবদুল্লাহর নেতৃত্বাধীন কমিশন এসব অনুমোদন দেয়। তবে গত ২৯ অক্টোবর সেই কমিশনের চেয়ারম্যান ও অপর দুই কমিশনার পদত্যাগ করলে আইনগত কারণে পরবর্তিতে নতুন করে কোনও অনুসন্ধানসহ দুদকের গুরুত্বপূর্ণ অন্যান্য সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না।

গত বুধবার সাবেক সচিব মোহাম্মদ আবদুল মোমেনের নেতৃত্বাধীন কমিশন যোগ দেওয়ায় দেড় মাস পর বৃহস্পতিবার থেকে পুরোপুরি সচল হয়েছে দুদক।

সেই ধারাবাহিকতায় প্রথম কমিশন সভা শেষে সাবেক পাঁচ সংসদ সদস্যের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারির অনুমোদন দিল নতুন কমিশন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত