চিত্রনায়িকা নিপুণের বিদেশযাত্রা আটকে দিয়েছে সিলেট বিমানবন্দর কর্তৃপক্ষ।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২০১ নম্বর ফ্লাইটে তার লন্ডন যাওয়ার কথা ছিল।
জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নিপুণকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। মামলা না থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।
লন্ডনে যেতে না পেরে নিপুণ সিলেট থেকে সড়ক পথে ঢাকা রওনা হন বলে জানা গেছে।
এ বিষয়ে সিলেট ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা নূর ই বাহার বলেন, “বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। নিপুণের পাসপোর্ট ও অন্যান্য কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে লন্ডনে যেতে দেওয়া হয়নি।”
চিত্রনায়িকা নিপুণের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
নিপুণের বিরুদ্ধে অন্যতম অভিযোগ এফডিসিতে বহুল আলোচিত শিল্পী সমিতির নির্বাচনে (২০২২-২০২৪) হেরে গেলেও আওয়ামী লীগের নেতাদের প্রভাব খাটিয়ে সাধারণ সম্পাদকের পদ ধরে রাখা।
প্রতিবেদন তৈরিতে সাহায্য করেছেন আঞ্চলিক প্রতিবেদক, সিলেট।