ঢাকা বোট ক্লাবে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির করার পর চিত্রনায়িকা পরীমনি বলেছেন তিনি এতে ‘বিচলিত নন’। তবে একে একটি ‘উটকো ঝামেলা’ হিসেবে দেখছেন এই অভিনেত্রী।
“এটা তো আমার জন্য বাড়তি একটা যন্ত্রণা, বিব্রতকর ও উটকো ঝামেলা। এখানে ভয়ের কিছু নেই। আমি আইনিভাবে মোকাবিলা করব। জামিনের জন্য আবেদন করবেন আমার আইনজীবী,” তিনি বলেন।
পরীমনি জানান, তার দুইবার আদালতে যাওয়ার কথা থাকলেও বেশ কিছু কারণে তিনি যেতে পারেননি।
“আমি আজ আদালতে যেতে পারিনি। এর আগেও একবার যেতে পারিনি, সেবার আমার মৃত নানুর একটা বিষয় ছিল। এবার আমার অসুস্থতার কারণে। আমার আইনজীবীকে তা জানিয়েছি। অসুস্থ থাকলে তো কিছুই করার নেই,” তিনি বলেন।
রবিবার ঢাকার একটি আদালত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়েছে।
ধর্মীয় সংগঠনের বাধার মুখে শো রুম উদ্বোধন করতে না পারায় পরীমনি সোশাল মিডিয়া ফেইসবুকে ক্ষোভ প্রকাশ করার পরদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ খবর এলো।
আদালত ২০ মার্চ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর তারিখ ধার্য করেছে বলে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আজকে মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। কিন্তু পরীমনি অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। অপর আসামি জিমির পক্ষেও সময় আবেদন করা হয়। আদালত সেই সময় আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দেন। চার্জ গঠনের ফলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেন।”
সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমনি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পেয়েছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।